ভোটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটে হানা দিল হ্য়াকাররা। নির্বাচনী প্রচারের জন্য় তৈরি ট্রাম্পের ওয়েবসাইটে ঢুকে তা বিকৃত করার অভিযোগ উঠল হ্য়াকারদের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্টকে রীতিমতো নিশানা করে চাঞ্চল্য়কর দাবি করেছে হ্য়াকাররা। উল্লেখ্য়, আগামী ৩ নভেম্বর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ট্রাম্পের ওয়েবসাইট হ্য়াকের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বহিঃশত্রুরা ভোটারদের প্রভাবিত করতে পারে বলে কিছুদিন আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দা আধিকারিকরা। তবে, ওয়েবসাইট হ্য়াক করার নেপথ্য়ে কোনও বিদেশি হ্য়াকার বা সাইবার অপরাধী রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: কার্টুনকাণ্ডে ফুঁসছে আরব দুনিয়া, নবীর অবমাননার তীব্র প্রতিবাদ সৌদির
ওয়েবসাইটটি হ্য়াক হওয়ার পর প্রায় ৩০ মিনিট ধরে একটি মেসেজ দেখা গিয়েছিল। হ্য়াকাররা দাবি করেছে, তাদের কাছে এমন অনেক তথ্য় রয়েছে যা ট্রাম্পের জন্য় যথেষ্ট কলঙ্কের। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে ২০২০ সালের নির্বাচনে কলকাঠি নাড়া হচ্ছে বলেও অভিযোগ করেছে হ্য়াকাররা। ক্রিপ্টোকারেন্সির মাধ্য়মে গোপন তথ্য় প্রকাশ করা হবে বলে জানায় হ্য়াকাররা।
এ ঘটনা সামনে আসার পরই ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মারটফ জানিয়েছেন, কোনও তথ্য় বেহাত হয়নি। ওয়েবসাইটটি বিকৃত করা হয়েছে। হামলাকারীদের শনাক্তকরণের কাজ করা হচ্ছে। ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন