Advertisment

হার স্বীকার করলেন ট্রাম্প, ২০ জানুয়ারি বাইডেনের হাতে তুলে দেবেন সমস্ত ক্ষমতা

কংগ্রেসের যৌথ অধিবেশন ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে রাষ্ট্রপতি বাইডেন এবং ভাইস প্রেসিডেন্টের পদে কমলা হ্যারিসের বিজয় সুনিশ্চিত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেবল ইলেকটেড প্রেসিডেন্ট নয়, আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে ইলেক্টোরাল কলেজের সিলমোহর দেওয়ার আগেই ক্যাপিটল হিল-এ দাঙ্গা ঘিরে অশান্ত হয়েছিল আমেরিকা। যদিও কংগ্রেসের যৌথ অধিবেশন ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে রাষ্ট্রপতি বাইডেন এবং ভাইস প্রেসিডেন্টের পদে কমলা হ্যারিসের বিজয় সুনিশ্চিত করেছে।

Advertisment

এরপর নিজের হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ২০ জানুয়ারি বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। জানিয়ে দিই, নির্বাচনের পর এই প্রথমবার ট্রাম্প হার স্বীকার করেছেন। এতদিন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় প্রতারণার অভিযোগ তুলে ফলাফল বদল করার চেষ্টা করছিলেন তিনি। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। আজকের হাঙ্গামার পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নিজের হার স্বীকার করে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন।

আরও পড়ুন, ‘দেখার মতো দৃশ্য’, ক্যাপিটল হিল সংঘর্ষে আমেরিকাকে কটাক্ষ চিনের

ইলেক্টোরাল কলেজের ফলাফল নিয়ে বৈঠকে বসে মার্কিন মুলুকের হাউজ অফ রিপ্রেজেনটেটিভ এবং সেনেট। সেখানেই সব দিক বিচার করে ঠিক হয়, নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেনই মসনদে আসবেন।

আইন প্রণেতাদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকেরা। পরবর্তীতে তা হিংসার রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে লাগে খণ্ডযুদ্ধ। ট্রাম্প এখনও মেনে নিতে পারেননি যে তিনি এই নির্বাচনে মার্কিনি মন পাননি। যদিও এদিনের শেষে ট্রাম্প নিজের পরাজয় স্বীকার করে নেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump Joe Biden
Advertisment