/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/abu-dhabi-drone-attack.jpg)
আবু ধাবি বিমানবন্দর। ছবি সৌজন্যে- Wikimedia Commons
আবু ধাবি বিমানবন্দর লাগোয়া একটি তেল উৎপাদন সংস্থার কারখানায় ড্রোন হামলার জেরে তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। নিহত তিন জন। এঁদের মধ্যে দু'জনই ভারতীয়, একজন পাকিস্তানি। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছয় জন।
এই বিস্ফোরণের নেপথ্যে কারা? পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীর নাম জানায়নি। তবে, ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি তেল উৎপাদন সংস্থার কারখানায় হামলার দায় স্বীকার করেছে। হুথি গোষ্ঠীকে মদত দেয় ইরান।
ইয়েমেনের রাজধানী সানার উত্তর অংশ বিদ্রোহী হুথি-দের নিয়ন্ত্রিত অঞ্চল বলেই পরিচিত। সেখানে সম্প্রতি অভিযান শুরু করে ইয়েমেনের সরকারি বাহিনী। ইয়েমেনের সেনাবাহনীকে সংযুক্ত আরব আমিরশাহি মদত দিচ্ছে বলে খবর।
এর পাল্টা এবার আবু ধাবি বিমানবন্দরের কাছে তেল কারখানায় হামলা চালাল হুতি গোষ্ঠী।
Read in English