পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত। সোমবার মালিয়ার বিরুদ্ধে দেউলিয়া অর্ডার ঘোষণা করার ফলে কিংফিশার এয়ারলাইন্সের মালিকের বিশ্বজুড়ে যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পেয়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মালিয়ার বিপুল ঋণের বোঝা মেটাতে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে এবার।
এদিন ব্রিটিশ উচ্চ আদালতের চ্যান্সেরি ডিভিশনের মুখ্য দেউলিয়া ও কোম্পানি এজলাসের বিচারক মাইকেল ব্রিগস ভার্চুয়াল শুনানিতে বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করেন। ভারতীয় ব্যাঙ্কগুলির তরফে আইন সংস্থা টিএলটি এলএলপি এবং আইনজীবী মার্সিয়া শেকের্ডমেইন আদালতে আবেদন করেন মালিয়াকে দেউলিয়া ঘোষণা করার জন্য।
৬৫ বছরের শিল্পপতি ব্রিটেনে জামিনে রয়েছেন এখন। ব্রিটিশ আদালতে তাঁর ভারতে প্রত্যর্পণ মামলা এখনও বিচারাধীন। শুনানিতে মালিয়ার আইনজীবী দেউলিয়া ঘোষণা নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন। কিন্তু সেই আবেদন ধোপে টেকেনি।
আরও পড়ুন রাখে হরি মারে কে! ৩ দিন গলাডোবা জলে আটকে, মৃত্যুকে হারিয়ে বেঁচে ফিরলেন যুবক
দেউলিয়া মামলায় এসবিআইয়ের নেতৃত্বে ১৩টি ভারতীয় ব্যাঙ্কের কনসোর্টিয়াম মামলা করে। ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক, পাঞ্জাব-সিন্ধ ব্যাঙ্ক, পিএনবি, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, ইউকো ব্যাঙ্ক, ইউবিআইয়ের মতো ব্যাঙ্কগুলি থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি মালিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন