করোনাভইরাস বিনাশ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে পুরোদমে চলছে ভ্য়াকসিন তৈরির কাজ। এই প্রেক্ষাপটে এবার ৬ কোটি করোনা ভ্য়াকসিন কেনার জন্য় চুক্তি করে ফেলল ব্রিটিশ সরকার। সে দেশে ৬০ মিলিয়ন ডোজের করোনাভাইরাস সরবরাহ করতে গ্ল্য়াক্সোস্মিথক্লাইন ও সানোফি পাস্টারের সঙ্গে চুক্তি করেছে ব্রিটেন।
উল্লেখ্য়, বিশ্বে সবথেকে বেশি পরিমাণে ভ্য়াকসিন উৎপাদনের ক্ষমতা রয়েছে ব্রিটেনের জিএসকে ও ফ্রান্সের সানোফির। সরকারিভাবে জানানো হয়েছে, যদি ভ্য়াকসিনে সাফল্য় মেলে, তাহলে আগে চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের শরীরে প্রয়োগ করা হবে। আগামী বছরের প্রথমার্ধেই সম্ভবত আসতে পারে ভ্য়াকসিন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় রেকর্ডহারে নাগরিকত্ব পেলেন ভারতীয়রা
মানবদেহে ভ্য়াকসিনের পরীক্ষামূলক গবেষণা শুরু করা হবে সেপ্টেম্বর মাসে। এরপর ডিসেম্বরে তিন পর্যায়ের গবেষণা চালানো হবে। এ নিয়ে করোনা ভ্য়াকসিন কিনতে মোট ৪টি চুক্তি করল ব্রিটিশ সরকার।
এদিকে, যত দিন গড়াচ্ছে, বিশ্বে করোনার দাপট ততই বেড়ে চলেছে। এখনও পর্যন্ত গোটা দুনিয়ায় করোনায় আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে ১৬.৫৭ মিলিয়ন। করোনায় বিশ্বে মৃত্য়ু হয়েছে প্রায় ৬.৬ লক্ষ মানুষের। ২১০টিরও বেশি দেশে থাবা বসিয়েছে করোনা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন