Advertisment

'ছেলেদের ভিনদেশে যুদ্ধে পাঠাবেন না' রাশিয়ার মায়েদের অনুরোধ জেলেনস্কির

জেলেনস্কি বলেন, ‘খোঁজ নিন, কোথায় আপনাদের সন্তানরা রয়েছেন'।

author-image
IE Bangla Web Desk
New Update
volodymyr zelensky

ছেলেদের যুদ্ধে না পাঠাতে রাশিয়ার মায়েদের অনুরোধ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘রাশিয়ার মায়েদের অনুরোধ করেছি, ছেলেদের ভিন দেশে যুদ্ধে পাঠাবেন না।’তিনি আরও বলেন, ‘‘এই ভয়াবহ যুদ্ধ ইউক্রেন কোনও দিন চায়নি। কিন্তু যুদ্ধ যখন হচ্ছে, তখন আমাদের তো আত্মরক্ষা করতেই হবে”। প্রসঙ্গত যুদ্ধ শুরুর পর থেকেই অনেকেই নেটমাধ্যমে অভিযোগ করেন, যে তাঁরা তাদের ছেলেদের কোন খোঁজ পাচ্ছেন না। সেই প্রশ্নের উত্তর প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘খোঁজ নিন, কোথায় আপনাদের সন্তানরা রয়েছেন। যদি বিন্দুমাত্র সন্দেহ হয় ইউক্রেনে যুদ্ধে পাঠানো হয়েছে, তবে তাঁদের মৃত্যু অথবা আটক হওয়া আটকাতে অবিলম্বে ব্যবস্থা নিন।’

Advertisment

বুধবারই রাশিয়া প্রথম স্বীকার করে যুদ্ধের প্রয়োজনে নতুন করে সেনা নিয়োগ করা হয়েছে এবং তাঁদের মধ্যে অনেকেই বন্দি হয়েছেন। প্রসঙ্গত, মস্কো এর আগে দাবি করেছিল শুধুমাত্র পেশাদার সৈন্যরাই ইউক্রেনে যুদ্ধ করছে সেই সঙ্গে ইউক্রেন অভিযোগ করেছে যুদ্ধে প্রাক্তন আইএসআইএস জঙ্গিদেরও নামানো হয়েছে। তবে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী জেলেনস্কি শনিবার বলেন, ইউক্রেন এখন মোড় ঘোরানোর মুহূর্তে এসে দাঁড়িয়েছে। প্রাণহানির আশঙ্কায় কিভের নাগরিকদের আগে থেকেই সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।’

ইউক্রেনে এবার নতুন করে শক্তি বাড়িয়ে আক্রমণ নামিয়ে আনছে রাশিয়া। শনিবার আক্রমণের ধার বাড়িয়ে কিয়েভের কাছে ভাসিলকিভে বায়ুসেনা ঘাঁটিতে রকেট হানা রাশিয়ার। একইসঙ্গে মারিউপোলে একটি মসজিদে ৮০ জন আশ্রয়ে থাকা অবস্থায় বোমাবর্ষণ করেছে রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ব্রিটিশ ইন্টেলিজেন্স আগেই ইউক্রেনকে সতর্ক করেছিল, রাশিয়া হামলার ধার বাড়াতে পারে।দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে একটি মসজিদে রকেট বর্ষণ করে রাশিয়া। যার ফলে সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীরা, বিশেষ করে তুরস্কের নাগরিক, পুরুষ-মহিলা এমনকী শিশু নির্বিশেষে ৮০ জনের প্রাণ সংশয়ে।

আরো পড়ুন: পালানোর সময় দেখলাম সুমিতে ঢুকছে রাশিয়ার ট্যাংক, জানালেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা

অন্যদিকে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে একটি মসজিদে রকেট বর্ষণ করে রাশিয়া। যার ফলে সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীরা, বিশেষ করে তুরস্কের নাগরিক, পুরুষ-মহিলা এমনকী শিশু নির্বিশেষে ৮০ জনের প্রাণ সংশয়ে। অন্যদিকে ইউক্রেনের মলিটোপোল শহরের মেয়রকে অপহরণের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তোলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর অভিযোগ এই হামালার সঙ্গে আইএসআইএসের যোগসূত্র রয়েছে।

Volodymyr Zelensky Russia-Ukraine Conflict
Advertisment