ইউক্রেনে রাশিয়ার হামলায় বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আগেই এমন অভিযোগ করছিল ইউক্রেন প্রশাসন। এবার জেলেনস্কি সরকারের সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল রাষ্ট্রসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরুর পর থেকে ইউক্রেনে ৫৯৬ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রসংঘের কর্তারা।
এই ব্যাপারে জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, নিহত সাধারণ নাগরিকদের মধ্যে ৪৩টি শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছে আরও ৫৭টি শিশু। সব মিলিয়ে আহত সাধারণ নাগরিকের সংখ্যা ১,০৬৭। ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে এই পরিসংখ্যান বলেই রাষ্ট্রসংঘ জানিয়েছে।
প্রতিবেদনে রাষ্ট্রসংঘের আধিকারিকরা জানিয়েছেন, নিহত এবং আহত সাধারণ নাগরিকদের বেশিরভাগই বিস্ফোরণের জেরে বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন। রাষ্ট্রসংঘ একইসঙ্গে স্বীকার করে নিয়েছে যে তাদের দেওয়া পরিসংখ্যানের চেয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যাটা অনেক বেশি। কারণ, এখনও পর্যন্ত বহু তথ্য সামনেই আসেনি। প্রবল যুদ্ধ পরিস্থিতিতে সব খবর সময়মতো সামনে আসছে না-বলেই জানিয়েছেন রাষ্ট্রসংঘের আধিকারিকরা।
ইতিমধ্যে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই যুদ্ধের খবর করতে ইউক্রেনে গিয়েছিলেন। শুধু তাই নয়। যুদ্ধ চলাকালীন এক সাংবাদিকও রাশিয়ার সেনাবাহিনীর জওয়ানদের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্য এক সাংবাদিকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন- ১২-১৪ বছর বয়সিদের ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, জানুন খুঁটিনাটি
রাশিয়া প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল, সাধারণ নাগরিকদের ওপর কোনও হামলা চালানো হবে না। শুধুমাত্র ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গেই তাদের যত লড়াই। তা-ও যে সব সেনা জওয়ানরা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে, তাদের ছেড়ে দেওয়া হবে। যদিও তারা শেষ পর্যন্ত কথা রাখেনি বলেই অভিযোগ। ইউক্রেনের বিভিন্ন জনবহুল স্থানে আছড়ে পড়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। তাতে আহত হয়েছেন বিপুলসংখ্যক সাধারণ নাগরিক।
সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একাধিক চিকিত্সাকেন্দ্র গুঁড়িয়ে গিয়েছে। হামলায় মারা গিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ডাক্তার, নার্সদের পাশাপাশি রোগীরাও রয়েছেন। তার মধ্যে আবার কয়েকজন প্রসূতি। হামলায় বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই রাশিয়াকে মানবাধিকার ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করেছে।
Read story in English