বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করল আমেরিকা। নির্দিষ্ট কিছু স্তরের নাগরিকদের জন্য এই ঘোষণা করা হয়েছে। যাঁরা গ্রিন কার্ডের আবেদন করেছেন, যাঁদের H-1B ভিসা আছে, এমন ব্যক্তিদের স্বামী অথবা স্ত্রীরাও ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির সুযোগ পাবেন। যাঁরা কর্মসংস্থানের অনুমোদন কার্ড (EAD) পেতে চান, তাঁরাও পাবেন ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির সুযোগ। ১৮০ দিন থেকে ৫৪০ দিন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে ওয়ার্ক পারমিটের মেয়াদ। বাইডেন প্রশাসনের তরফে এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। এতে কয়েক হাজার অনাবাসী ভারতীয় উপকৃত হবেন বলেই মনে করছে আমেরিকার প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা নাগরিকত্ব এবং অভিবাসন সংক্রান্ত কাজগুলো করে। তার মধ্যে রয়েছে ইউএসসিআইএস সংস্থাও। এই সংস্থার কর্তা উর এম জাদ্দু এই প্রসঙ্গে বলেন, 'কর্মসংস্থানের অনুমোদন কার্ডের জেরে ১৮০ দিন বা ছয় মাসের অনুমোদনের নিয়ম নিযুক্ত অনাবাসী ব্যক্তিদের জন্য যথেষ্ট নয়। নতুন অস্থায়ী নিয়মে তাই অনেক অনাবাসীই উপকৃত হবেন। এর আগে স্বয়ংক্রিয় এক্সটেনশনের জন্য, কর্মসংস্থান বজায় রাখতে, পরিবারের দেখভাল করতে এবং একইসঙ্গে মার্কিন নিয়োগকর্তাদের চাহিদা পূরণ করতে অনাবাসী ভারতীয়দের অনেক হ্যাপা পোহাতে হচ্ছিল।'
নতুন নিয়মের ফলে, মুলতুবি থাকা কর্মসংস্থানের অনুমোদন কার্ডের পুনর্নবীকরণের আবেদন জানাতে পারবেন অনাবাসীরা। যাঁদের কর্মসংস্থানের মেয়াদ ১৮০ দিন পেরিয়ে গিয়েছে, তাঁরাও নতুন করে নিয়োগের আবেদন জানাতে পারবেন। এই কার্ডের বৈধতা ৪ মে, ২০২২ থেকে শুরু হয়ে দেড় বছর থাকবে। আর, এর মধ্যে যদি মেয়াদ শেষ হয়, তবেও তাঁরা স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুযোগ পাবেন, ফের চাকরি শুরু করতে পারবেন বলেই অভিভাবসনের ব্যাপারে সাহায্যকারী সংস্থাগুলো জানিয়েছে।
আরও পড়ুন- পুতিনের সংযমের জন্যই ইউক্রেনে ক্ষয়ক্ষতি বাড়েনি, দাবি সামরিক বিশেষজ্ঞদের একাংশের
বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি অনাবাসী ভারতীয় সংগঠনের অন্যতম নেতা অজয় জৈন ভুতোরিয়া। তিনি বলেন, 'বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে ৮৭ হাজার অনাবাসী ভারতীয়কে সাহায্য করবে। যাঁদের কাজের অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা আগামী একমাসের মধ্যে গোটা বিষয়টির নিষ্পত্তি করার সুযোগ পাবেন। সবমিলিয়ে ৪ লক্ষ ২০ হাজার অনাবাসী মার্কিন কাজ হারানো থেকে বেঁচে যাবেন।'
Read story in English