/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Kabul-Airport-3.jpg)
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। রক্তাক্ত কাবুল এয়ারপোর্টে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। এর মধ্যেই আতঙ্কের খবর শোনাল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাকর্তা। ইউএস সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জির আশঙ্কা, আরও হামলা করতে পারে আইএসআইএস। মঙ্গলবার উদ্ধারকাজের সময়সীমা শেষ হচ্ছে, তার আগে ফের হামলার আশঙ্কা করেছেন তিনি।
ম্যাকেঞ্জির দাবি, শুধু আত্মঘাতী বিস্ফোরণ নয়, এবার রকেট এবং গাড়ি বোমা বিস্ফোরণ করে কাবুল এয়ারপোর্ট রক্তাক্ত করতে পারে আইএস জঙ্গিরা। আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধে ইতি টেনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনা। তার আগে জোরকদমে চলছে উদ্ধারকাজ। তালিবানি শাসনে থাকতে নারাজ আফগান শরণার্থীরা পড়িমড়ি করে মার্কিন, ব্রিটিশ বিমানে উঠছেন। তার মধ্যেই গতকাল পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল এয়ারপোর্ট। মৃত্যু হয় মার্কিন সেনা ও নিরীহ আফগান নাগরিকদের।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গি হামলার কাছে মাথা নত করবেন না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন। সাফ জানিয়েছেন, যতই হামলা হোক, মার্কিন সেনা দেশের নাগরিক ও আফগান শরণার্থীদের উদ্ধার না করে ফিরবে না। তিনি এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা করে জানিয়েছেন, আমেরিকা এর চরম জবাব দেবে। বলেছেন, আমরা ওদের ঠিক খুঁজে বের করব আর এর মূল্য চোকাতে হবে।
আরও পড়ুন কাবুল বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৩, হামলার নেপথ্যে আইএস, দাবি আমেরিকার
অন্যদিকে, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে কাবুল এয়ারপোর্টে হামলার তীব্র নিন্দা করেছে চিন। এখনও কোনও চিনা নাগরিক ওই হামলায় হতাহত না হলেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, এই হামলার তীব্র নিন্দা করেছে চিন। এবং সমস্ত উদ্ধারকাজ মসৃণ ভাবে সম্পন্ন হোক সেই আশাই করছে চিন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন