Kabul Update Today: আত্মঘাতী জঙ্গি-সহ একটি গাড়িকে ধ্বংস করল মার্কিন ড্রোন। পেন্টাগন সূত্রে এই দাবি করা হয়েছে। কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে এই মার্কিন ড্রোন হামলায় আরও বড়ো বিস্ফোরণের ছক বানচাল করা গিয়েছে। এমনটাই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।
যদিও এদিন বিকেলে রকেট লঞ্চার হানায় কাবুলে এক শিশু নিহত হয়েছে। বিমানবন্দরের উত্তর-পশ্চিম লাগোয়া জনবসতিতে এই রকেট লঞ্চার আছড়ে পড়ে। সংবাদ সংস্থা এপি সূত্রে এমনটাই খবর।
টোলো নিউজ সূত্রে খবর, হামিদ কারজাই এয়ারপোর্টের কাছে খোয়াজা বুঘরা এলাকায় রকেট হানা হয়েছে। ওই এলাকার কিছু বাড়িতে আমেরিকান নাগরিকরা ছিলেন বলে খবর। তাঁদের লক্ষ্য করেই রকেট হানা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ধারাবাহিক বিস্ফোরণ হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি সংগঠন।
বাইডেনের আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার ভয়াবহ জঙ্গি হামলার পর রবিবার ফের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা বিস্ফোরণে কেঁপে উঠল। বৃহস্পতিবার ধারাবাহিক বিস্ফোরণে প্রায় ২০০-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়। তার মধ্যে ছিলেন ১৩ জন মার্কিন সেনা এবং ১৭০ জন আফগান নাগরিক। কিন্তু ফের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আশঙ্কাই সত্যি হল।
আফগান সংবাদসংস্থা টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কাবুল এয়ারপোর্টের বাইরে। অনেকই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি-ভিডিও শেয়ার করে দাবি করেছেন বিমানবন্দরের কাছেই বিস্ফোরণ হয়েছে। আফগান পুলিশ কর্তার দাবি, রকেট হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
টোলো নিউজ সূত্রে খবর, হামিদ কারজাই এয়ারপোর্টের কাছে খোয়াজা বুঘরা এলাকায় রকেট হানা হয়েছে। ওই এলাকার কিছু বাড়িতে আমেরিকান নাগরিকরা ছিলেন বলে খবর। তাঁদের লক্ষ্য করেই রকেট হানা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ধারাবাহিক বিস্ফোরণ হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি সংগঠন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন