প্রতীক্ষার অবসান। করোনাকালে আজ ভোট দেবে আমেরিকা। করোনা অতিমারী পরিস্থিতিতে আজ সেই প্রতীক্ষিত মঙ্গলবার। ডোনাল্ড ট্রাম্প বনাম জো বিডেন শিবিরের আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মজে আন্তর্জাতিক মহলও। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের মসনদে কে বসতে চলেছেন? আজ তা নির্ণয় করবেন আমেরিকার ভোটাররা।
এবারের ভোটে প্রথম থেকেই চর্চায় ডোনাল্ড ট্রাম্প বনাম জো বিডেনের বাগযুদ্ধ। একদিকে, দ্বিতীয়বারের মতো ফের হোয়াইট হাউসে নিজের জায়গা পাকা করতে মরিয়া ট্রাম্প। অন্য়দিকে, ট্রাম্পকে হঠিয়ে আমেরিকায় বদল আনতে মরিয়া ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ট্রাম্প বনাম বিডেনের লড়াই হলেও নজরে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্য়ারিস। বিডেনের রানিং মেট হিসেবে এবার নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন কমলা।
আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের আগে বন্দুক কেনার চাহিদা তুঙ্গে, ভয় বাড়ছে মার্কিন মুলুকে
মোট ১৫.৩ কোটি নথিভুক্ত ভোটার রয়েছে মার্কিন মুলুকে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার পোস্টাল ব্য়ালটে ইতিমধ্য়েই ভোট দিয়ে ফেলছেন ৯ কোটিরও বেশি ভোটার।
বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, রিপাবলিকানদের ট্রাম্পের থেকে এবার এগিয়ে রয়েছেন বিডেন। যদিও সমীক্ষার ফলকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প শিবির। ভোট ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আমেরিকাকে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ট্রাম্প-বিডেন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্য়তম প্রধান ইস্য়ু হল করোনা অতিমারী। করোনা পরিস্থিতি সামলাতে ট্রাম্প পুরোপুরি ব্য়র্থ বলে বারংবার প্রচারে ঝড় তুলেছে বিডেন শিবির। করোনাকে ঘিরে ট্রাম্পের ‘খামখেয়ালিপনা’ও চর্চত হয়েছে। অন্য়দিকে, করোনা আবহে সে দেশের অর্থনীতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সবমিলিয়ে করোনা অতিমারীর মতো এই অভূতপূর্ব পরিস্থিতিতে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের মালিক কে হন, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন