তালিবানের ডেডলাইন মেনেই ৩১ অগস্ট উদ্ধারকাজ শেষ করল মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ মার্কিন সেনা বিমান সোমবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ছাড়ল। সেই সঙ্গে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছেড়ে দিল আমেরিকা। আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের অবসান হল এদিন। তালিবান আফগানিস্তান দখলের পর ১ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষকে গত দুসপ্তাহে এয়ারলিফ্ট করেছে মার্কিন সেনা।
সোমবার উদ্ধারকাজ সম্পূর্ণ এবং শেষ মার্কিন সেনা বিমান কাবুল এয়ারপোর্ট ছাড়তেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, "আফগানিস্তানে ২০ বছর ধরে আমাদের সেনার উপস্থিতি এবার শেষ হল।" তিনি মার্কিন সেনাকে ধন্য়বাদ ও কৃতজ্ঞতা জানান এদিন। আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার জন্য সেনাকে কুর্নিশ জানিয়েছেন বাইডেন। এদিন ভোর রাতে শেষ বিমান কাবুল ছাড়ে। আফগানিস্তানে বসবাসকারী সমস্ত মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়েছে সেনা।
এদিকে, মার্কিন সেনাবিমান কাবুল ছাড়তেই আকাশে আতসবাজির ফোয়ারা দেখা যায়। বাজি ফাটিয়ে, গুলি ছুঁড়ে উল্লাসে মাতে তালিবান। ২০ বছর পর মার্কিন সেনার হাত থেকে স্বাধীনতা লাভের জন্য জয়োল্লাসে মেতে ওঠে তালিবান যোদ্ধারা। হেমাদ শেরজাদ নামে এক তালিবান যোদ্ধা কাবুল এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেন, "২০ বছরের বলিদান অবশেষে সফল হল, এই খুশি ভাষায় প্রকাশ করতে পারব না।"
আরও পড়ুন ‘ইচ্ছে মতো মার্কিন ড্রোন হামলা বেআইনি’, হুঁশিয়ারি তালিবানের
অন্যদিকে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করে বলেন, আমেরিকার ইতিহাসে এত বিশ্রীভাবে সেনা প্রত্যাহার কখনও হয়নি। আমেরিকানদেরও এত খারাপ পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি আগে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন