Advertisment

ইন্দো-চিন সীমান্ত উত্তেজনায় ভারতীয় সেনার পাশে বলিষ্ঠভাবে দাঁড়াবে মার্কিন বাহিনী, বেজিং-কে চাপে ফেলে ঘোষণা ওয়াশিংটনের

'বার্তাটা খুবই স্পষ্ট। আমরা চিন বা কাউকে এককভাবে প্রভাবশালী হতে দেব না। আমাদের সেনা সর্বশক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে''।

author-image
IE Bangla Web Desk
New Update
ভারতের পাশে মার্কিন সেনা-অনলাইনে ক্লাস করলে আমেরিকা ছাড়তে হবে বিদেশী পড়ুয়াদের-হংকং থেকে সরছে টিকটক

মোদী-ট্রাম্প-জিনপিং।

ভারত-চিন সীমান্ত ইস্য়ুতে এবার বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করল আমেরিকা। সীমান্ত ইস্য়ুতে সর্বশক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে মার্কিন সেনা। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

Advertisment

ইন্দো-চিন সীমান্ত ইস্য়ু প্রসঙ্গে ফক্স নিউজকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ এ প্রসঙ্গে বলেছেন, ''বার্তাটা খুবই স্পষ্ট। আমরা চিন বা কাউকে এককভাবে প্রভাবশালী হতে দেব না। আমাদের সেনা সর্বশক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে''।

আরও পড়ুন: অনলাইনে ক্লাস করলে আমেরিকা ছাড়তে হবে বিদেশী পড়ুয়াদের, চিন্তায় ভারতীয়রা

উল্লেখ্য়, ইন্দো-চিন সীমান্তে মধ্য়স্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের মধ্য়স্থতার প্রস্তাব কার্যত এড়িয়ে গিয়েছিল নয়া দিল্লি। এবার এ ইস্য়ুতে ভারতের পাশে দাঁড়িয়ে যে ঘোষণা করল হোয়াইট হাউস, তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্য়দিকে, ভারতের পাশে দাঁড়িয়ে চিনের বিরুদ্ধে যে বার্তা দিল আমেরিকা, তাও উল্লেখযোগ্য় বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, পূর্ব লাদাখে প্য়াংগং সো, গালওয়ান উপত্য়কা, গোগরা হট স্প্রিং-সহ একাধিক এলাকা ঘিরে গত ৮ সপ্তাহ ধরে ভারত-চিন চাপানউতোর চলছে। সীমান্ত বিবাদ মেটাতে দু'দেশের মধ্য়ে একাধিক বৈঠক হয়েছে। গত মাসে গালওয়ানে দু'দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এরপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দু'দেশের সেনার সংখ্য়া বাড়তে থাকে। সম্প্রতি খবর মিলেছে, গালওয়ান থেকে সেনা সরাতে শুরু করেছে চিন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment