Advertisment

হোয়াইট হাউস দখলের দোরগোড়ায় বিডেন, মামলা দায়ের ট্রাম্প শিবিরের

২৬৪টি ইলেক্টোরাল ভোট হাতে পেয়েছেন বিডেন। জয়ের জন্য় দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump, biden

ট্রাম্পকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী বিডেন।

হোয়াইট হাউস দখলের লড়াই ঘিরে টানটান উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন জো বিডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট হাতে পেয়েছেন বিডেন। জয়ের জন্য় দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট। অন্য়দিকে, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, নর্থ ক্য়ারোলিনা, জর্জিয়ার মতো শক্ত ঘাঁটিতে জয় ছিনিয়ে নিলেও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে ট্রাম্প।

Advertisment

এদিকে, পেনসিলভেনিয়া ও মিশিগানে মামলা দায়ের করেছে ট্রাম্প শিবির।

জেতার ব্য়াপারে ট্রাম্প ও বিডেন, দু’জনই আত্মবিশ্বাসী। এদিন দুই মহারথীই বলেছেন, ‘‘আমরা জিতছি’’। ট্রাম্প তো রীতিমতো দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, তিনিই জিতছেন এবং বড় উৎসব হতে চলেছে। তবে, একইসঙ্গে বিডেন শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ট্রাম্প।

আরও পড়ুন: বিডেনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের

স্থানীয় সময় মধ্যরাতে এসে ট্রাম্প অভিযোগ করেন, এত রাতে কেন ভোটগ্রহণ চলছে। কারচুপির অভিযোগে তিনি প্রক্রিয়া বন্ধের দাবি জানান। সমর্থকদের সামনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আরও স্পষ্ট করে বললে, আমরা জিতেই গিয়েছি। এ বার আমাদের লক্ষ্য ঐক্যের বাতাবরণ বজায় রাখা। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।”

ট্রাম্পের মন্তব্য়ের পাল্টা সোচ্চার হয়েছেন জো বিডেন। ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর শিবিরের তরফে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য় ‘অপমানজনক’। এমন মন্তব্য় করা ঠিক নয় ট্রাম্পের। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আদালতে যাওয়ার হুমকি প্রসঙ্গে বিডেন শিবিরের ম্য়ানেজার জেন ও’ম্য়ালি ডিলন বলেছেন, উনি যদি আদালতে যান, তবে আমাদের লিগ্য়াল টিম রয়েছে। সেই প্রচেষ্টা রুখতে তৎপর হব।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

USA Joe Biden US Presidential Elections 2020 Donald Trump
Advertisment