/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/china1.jpg)
ফাইল চিত্র
নিজেদের সেনা শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে নয়া লক্ষ্য নিয়েছে চিন। আর সেই কারণেই বায়োলজিকাল পদ্ধতিতে সেনাদের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের দেশ। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ।
এই গোয়েন্দা শাখার প্রধান জন র্যাটক্লিফ সতর্ক করে বলেন, চিন এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার। তিনি জানান বেজিং চায় আমেরিকাকে দমিয়ে রাখতে। বিশ্বের বাকি দেশগুলিকে অর্থনৈতিকভাবে, সেনা দিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে দমিয়ে রাখবে।
DNI Ratcliffe tells @CBS_Herridge that China is using blackmail, bribery and covert influence to target members of Congress and make sure “only laws that are favorable to China are passed" pic.twitter.com/3hQ23hXvtF
— Catherine Herridge (@CBS_Herridge) December 3, 2020
র্যাটক্লিফ এও বলেন, মার্কিন গোয়েন্দা জানায় যে চিন সেনাদের বায়োলজিকাল পরীক্ষা করাচ্ছে এবং পিপলস লিবারেশন আর্মির যারা সদস্য তাঁদের বৈজ্ঞানিকভাবে ক্ষমতা বৃদ্ধি করা হবে। এদিকে, এই সপ্তাহের শুরুতে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িং আমেরিকাকেই নিশানা করেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন