দক্ষিণ এশিয়ার তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে সফরের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করল আমেরিকা। বিদেশ দফতর সোমবারই এই তিন দেশের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে। করোনা ও হিংসা-সন্ত্রাসের কারণে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে দেশবাসীকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বালোচিস্তান, খাইবার-পাখতুনখোয়া প্রদেশেও যেতে নিষেধ করা হয়েছে।
পাশাপাশি নিয়ন্ত্রণরেখা-সহ ভারত পাকিস্তান সীমান্ত এলাকাতেও যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বিগত দিনে নিয়ন্ত্রণরেখা এবং ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় দুই পক্ষের গুলি বিনিময় ও সন্ত্রাসের ঘটনা বেড়েছে। তাই সেই এলাকায় যাওয়া নিরাপদ নয়। বাংলাদেশেও করোনা অতিমারী, এবং মাত্রাতিরিক্ত অপরাধের জন্য মার্কিনিদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন একাধিক দেশকে করোনা টিকা পাঠিয়েছে ‘প্রকৃত বন্ধু’ ভারত, ভূয়সী প্রশংসা আমেরিকার
বাংলাদেশের রাঙ্গামাটি, খাগরাচারি এবং বান্দারবান পার্বত্য জেলায় সাম্প্রদায়িক হিংসা এবং সুরক্ষার খাতিরে পর্যটকদের জন্য আদর্শ জায়গা নয় বলে জানিয়েছে বিদেশ দফতর। আফগানিস্তানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন