রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। সরব আমেরিকার সহ পশ্চিমী দুনিয়া। ভারতও সংঘর্ষ বন্ধের আর্জি জানিয়েছে। তবে, কোনও অবস্থান নেয়নি। রাষ্ট্রসংঘে রাশিয়া নিয়ে ভোটাভুটিতে বিরত ছিল দিল্লি। যা নিয়ে এবার খোলামেলা উদ্বেগ প্রকাশ করল হোয়াই হাউস। আমেরিকার কথায়, রাশিয়া নিয়ে ভারতের অবস্থানে 'উদ্বেগজনক'। যদিও ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক 'ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ' বলে জানিয়েছে বাইডেনের দেশ।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেছেন, 'ভারতের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তবে রাশিয়া সম্পর্কে দিল্লির অবস্থান ননিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।'
ভারতের সঙ্গে রাশিয়া সম্পর্ক সামরাস্ত্র কেন্দ্রীক। যা মেনে নিয়েছে আমেরিকা। তবে হোয়াই হাউসের যুক্তি, আন্তর্জাতিক নিয়ম মেনে হামলা বন্ধের জন্য মস্কোকে চাপ দেওয়ার বিষয়টি অন্যান্য রাষ্ট্রের করা উচিত। প্রাইসের কথায়, 'আমাদের সঙ্গে নিয়মিত ভারতীয় অংশীদারদের যোগাযোগ রয়েছে। অ্যামিরেটস অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রয়েছে। ইউরোপীয় অংশীদার ও মিত্রদের সঙ্গেও সম্পর্ক বজায় রয়েছে। ফলে বলা যায় প্রতিটি স্তরেই আলোচনা চলছে।'
এদিকে বেলারুশে রাশিয়া-ইউক্রেন আলোচনা ভেস্তে গিয়েছে। তারপরই ইউক্রেনে আরও বড় হামলার নির্দেশ দিয়েছেন পুতিন। যা নিয়ে শঙ্কা বাড়ছে। পূর্ব ও মধ্য ইউক্রেন ইতিমধ্যেই রুশ হামলার শিকার। যার প্রতিবাদে মুখর আমেরিকা।
এরমধ্যেই অবশ্য পূর্ব, দক্ষিণ পূর্ব, মধ্য এশিয়া সম্পর্কিত মার্কিন সেনেটের সাব কমিটি ভারতের প্রতি আমেরিকার অবস্থান নিয়ে আলোচনার ঘোষণা করেছে। আগামিকাল সেই আলোচনা হবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুকের কথায় 'ভারতের প্রতি মার্কিন নীতি' বিষয়ক সিনেটরিয়াল সাবকমিটির সামনে সাক্ষ্য দিতে বলা হয়েছে।'
Read in English