কোভিড পজিটিভের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে WHO প্রধান

তাঁর শরীরে কোনও উপসর্গ নেই, এমনকী তিনি সম্পূর্ণ সুস্থ বলেই টুইটে জানিয়েছেন।

তাঁর শরীরে কোনও উপসর্গ নেই, এমনকী তিনি সম্পূর্ণ সুস্থ বলেই টুইটে জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোভিড পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিন্তু এখনও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই, এমনকী তিনি সম্পূর্ণ সুস্থ বলেই টুইটে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইয়েসাস। তবে করোনা পজেটিভিরে সংস্পর্শে আসায় হু-এর গাইডলাইন মেনে আগামী কয়েক দিন তিনি বাড়ি থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন।

Advertisment

টুইট বার্তায় হু প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসাস লিখেছেন, 'কোনও এক কোভিৃ-১৯ আক্রান্তের সংস্পর্শে এসেছিলাম বলে চিহ্নিত হয়েছি। আমি সুস্থ আছি এবং কোনও উপসর্গ না দেখা দিলেও হু-এর নীতি মেনে আগামী কয়েক দিন বাড়ি থেকেই কাজ করব।'

গোটা বিশ্বজুড়েই করোনা মহামারীর প্রকোপ। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে বর্তমানে পৃথিবীতে কোভিড আক্রান্তের সংখ্যা ৪.৬ কোটির বেশি। সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯৫,৯৩০ জনের। বিশ্বে করোনা আক্রান্ত দেশেগুলোর মধ্যে শীর্ষে আমেরিকা। তারপরই রয়েছে ভারত ও ব্রাজিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন