Advertisment

বাইরে বেরোলে মহিলাদের হিজাব পরতেই হবে! বোরখা না পরলেও চলবে: তালিবান

Afghanisthan Update: ‘ইসলামিক হিজাব পরে মহিলারা শিক্ষাগ্রহণ চালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের মুখ ঢেকে রাখতে হবে কারণ তেমনটাই ইসলামে বলা।‘

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

Afghanisthan Update: বাড়ির বাইরে আফগান মহিলাদের হিজাব পরতে হবে। বরখা না পরলেও চলবে। সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নির্দেশ দেন তালিবানের মুখপাত্র। ২৫ বছর আগে যখন সে দেশের শাসন ক্ষমতায় ছিল তালিবান। তখন মহিলাদের প্রতি একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল তারা। সাম্প্রতিক সময়ে সেই নিষেধে কিছুটা হলেও ছাড় দিয়েছে তালিবান। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সে বার শরীর ঢাকা বোরখা আবশ্যিক করে দিয়েছিল তালিবানরা। কিন্তু এবার হিজাবে জোর দিয়েছে তারা।

Advertisment

তালিবানের মুখপাত্র সুহেইল সাহিন বলেছেন, ‘বোরখা একমাত্র হিজাব নয় যেটা দেখা যায়। আরও এক ধরণের হিজান আছে যেটা ঠিক বোরখা নয়। সেই হিজাব পরতে হবে আফগান মহিলাদের।‘ তবে হিজাবের এই রকমভেদ দিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বোরখা সাধারণত শরীর ঢাকার পোশাক। চোখের সামনে একটা স্বচ্ছ পর্দা ফেলা থাকে।  

এই বিষয়ে সিএনএন একটা সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওয় ওই সংবাদ মাধ্যমের কাবুলের প্রতিবেদক ক্ল্যারিসা ওয়ার্ড, আসাদ খিস্তানি নামে এক তালিবান কমান্ডারের সাক্ষাৎকার নিয়েছেন। সেখানেই মহিলাদের সঠিক পোশাক কী, সেই নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে। সেই প্রশ্নের জবাবে খিস্তানি বলেন, ‘ইসলামিক হিজাব পরে মহিলারা শিক্ষাগ্রহণ চালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের মুখ ঢেকে রাখতে হবে কারণ তেমনটাই ইসলামে বলা।‘

এর আগে তালিবান নেতারা ঘোষণা করেছেন, ইসলামিক রীতি মেনেই তারা মহিলা স্বাধীনতাকে সম্মান করবে। সংগঠনের মুখ্য মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন, ‘কাজে কিংবা পড়াশোনায় অংশ নিতে পারবেন মহিলারা। সামাজিক কাজেও যোগ দিতে পারবেন। কিন্তু ইসলামি রীতি মেনে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Afghan Woman Taliban Diktakt Burqa Hijab Afghanisthan Update
Advertisment