Advertisment

'ট্রাম্প প্রথম বর্ণবিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট'।। চিন নিয়ে আশঙ্কায় ট্রাম্প

আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমক্র্য়াটের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন উত্তাপ বেড়েই চলেছে। আমেরিকার প্রথম বর্ণবিদ্বেষী প্রেসিডেন্ট ট্রাম্প, এমন আক্রমণই করলেন জো বাইডেন। এদিকে, করোনাভাইরাস থেকে দক্ষিণ চিন সাগরে ক্ষমতা বিস্তার, ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে নিয়ে আশঙ্কিত এমনটাই জানিয়েছেন রিপাবলিকান নেতা ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

ট্রাম্প প্রথম বর্ণবিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট, আক্রমণ বাইডেনের

trump ফাইল ছবি।

কয়েকমাস পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমক্র্য়াটের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন উত্তাপ বেড়েই চলেছে। আমেরিকার প্রথম বর্ণবিদ্বেষী প্রেসিডেন্ট ট্রাম্প, এমন আক্রমণই করলেন জো বাইডেন।

* এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন, ''যেভাবে এক ব্য়ক্তিকে তাঁর গায়ের চামরার রং, কোন দেশের তিনি, এসব নিয়ে চর্চা করেন, তা সত্য়িই বিরক্তিকর''।

* ট্রাম্পের সমালোচনা করে তিনি আরও বলেন, ''কোনও প্রেসিডেন্ট এমন আচরণ করেননি। কোনও রিপাবলিকান প্রেসিডেন্টও এমন আচরণ করেননি''।

* উল্লেখ্য়, জর্জ ফ্লয়েড হত্য়াকাণ্ডের পর থেকেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকাবাসী। ফ্লয়েডকাণ্ড-সহ একাধিক ইস্য়ুতে ট্রাম্পকে কাঠগড়ায় তুলেছেন বিডেন। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

চিনকে নিয়ে আশঙ্কিত ট্রাম্প

publive-image

করোনাভাইরাস থেকে দক্ষিণ চিন সাগরে ক্ষমতা বিস্তার, ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে নিয়ে আশঙ্কিত এমনটাই জানিয়েছেন রিপাবলিকান নেতা ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালে।

* আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে এই মুহুর্তে প্রচার চালাচ্ছেন নিক্কি। চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্টের কুর্সি ট্রাম্পের জন্য নিশ্চিত করতে 'কঠোর পরিশ্রম' করে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন।

*বুধবার ভারত-আমেরিকার একটি ব্যবসায়িক বৈঠক থেকে নিকি হ্যালে জানান যে নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের অন্যতম কারণ হয়ে উঠবে চিন। যা নিয়ে শঙ্কিত ট্রাম্প।

* রিপাবলিক নেত্রী বলেন, "বিরোধী শিবিরের পক্ষ থেকে জো বিডেন বলছেন এখন যে চিন কোনও সমস্যা নয়। কিন্তু উনি যখন ওবামা প্রশাসনের সঙ্গে ছিলেন তখনই বুঝেছিলেন চিন কতটা সমস্যা তৈরি করে। আমার মনে হয় প্রেসিডেন্ট নির্বাচনে এটা বড় ভূমিকা নেবে।"  Read the story in English

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment