হংকংয়ের আইনি বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেন চিনের রাষ্ট্রদূত। এদিকে, চিনের শীর্ষ আধিকারিকদের উপর অতিরিক্ত বিধিনিষেধ বাতিল করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বুধবার এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। অন্য়দিকে, বাইক অ্যাপ সিইও ফাহিম সালেগ-এর বিকৃত দেহ উদ্ধার হল ম্যানহাটনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে।
'যাঁরা চিনের বিরুদ্ধে রয়েছেন, তাঁরা ভুল করছেন'
চিনের অন্তর্দেশীয় এবং হংকংয়ের আইনি বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেন চিনের রাষ্ট্রদূত। বুধবার ব্রিটেন থেকে ইউরোপীয় ইউনিয়নগুলিকে সর্তক করলেন রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং।
* যাঁরা চিনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন তাঁরা ভুল করছেন। ভুল পথে এগিয়ে চলেছেন।
* তিনি বলেন, “চিন কখনই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। তাই আমরা চাই না কোনও দেশ চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক।”
* আইন সংস্কারের বিষয়ে হংকংয়ের বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন চিনের রাষ্ট্রদূত।
* তিনি সাফ জানান, কিছু ইউরোপীয় রাজনীতিবিদ আইন সম্পর্কে "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য করেছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্যান্য খবর পড়ুন নীচে
চিনা আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা নাকচ করেননি ট্রাম্প, জানাল হোয়াইট হাউস
চিন-আমেরিকা উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। চিনের শীর্ষ আধিকারিকদের উপর অতিরিক্ত বিধিনিষেধ বাতিল করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বুধবার এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। হংকংয়ে আধিপত্য় কায়েম ঘিরে চিনা পদক্ষেপের পাল্টা মঙ্গলবার পদক্ষেপ করেছিলেন ট্রাম্প।
* উল্লেখ্য়, হংকং স্বায়ত্তশাসন আইনে মঙ্গলবার সই করেন ট্রাম্প।
* হংকংয়ে নয়া নিরাপত্তা আইন জারি করায় যুক্ত চিনা আধিকারিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়।
* উল্লেখ্য়, ব্লুমবার্গ নিউজ জানিয়েছিল, বেজিংয়ের সঙ্গে সংঘাত পরিস্থিতি এড়াতে চিনা আধিকারিকদের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা বাতিল করেছেন ট্রাম্প। (Read in English)
বিশ্বের অন্যান্য খবর পড়ুন নীচে
ম্যানহাটনের বহুতল থেকে উদ্ধার জনপ্রিয় বাইক অ্যাপ প্রধানের বিকৃত দেহ
বয়স মাত্র ৩৩। প্রযুক্তিবিদ হিসেবে ২০১৮ সালে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। বাইক অ্যাপ সিইও ফাহিম সালেগ-এর বিকৃত দেহ উদ্ধার হল ম্যানহাটনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে। পুলিশ জানায়, এক বিদ্যুতের কাটারি দিয়ে ক্ষত বিক্ষত করা হয় ফাহিমের দেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার ফাহিমের পিছন পিছন ধাওয়া করে এক ব্যক্তি ওই ফ্ল্যাটে ঢোকে। যার পরনে ছিল কালো জামা এবং মুখে কালো মাস্ক।
* বিকেল সাড়ে তিনটের সময় দেহ উদ্ধার হয়।
* এখনও পর্যন্ত এই ঘটনায় কারুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
* নির্মম এই হত্যা লীলার কথা পুলিশক জানান ফাহিমের এক আত্মীয়।
* পুলিশ এসে উদ্ধার করে সেই দেহ। জনপ্রিয় বাইক অ্যাপ গোখাডা-র সিইও ফাহিমের মাথা ও হাত উদ্ধার হয় একটি ব্যাগ থেকে।Read the full story in English
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে