Advertisment

লন্ডনে পুলিশের হাতে 'নিগৃহীত' কৃষ্ণাঙ্গ যুবক-ইরানের পারমাণবিক পরিসরে প্রবেশ করতে চাপ বাড়াল জার্মান-ফ্রান্স-ব্রিটেন

World Today Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের অত্য়াচারের আরেক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে লন্ডনে। এদিকে, ইরান তার নিজের দেশের বেশ কয়েকটি এলাকায় অঘোষিত পারমাণবিক দ্রব্য সঞ্চয় করে রাখছে এবং কিছু ব্যবহারও করেছে সম্প্রতি এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক নজরদারি বোর্ড। বিশ্বের এমনই গুরুত্বপূর্ণ খবর পড়ুন বিস্তারিত...

Advertisment

কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশি অত্য়াচারের ভিডিও ঘিরে লন্ডনে শোরগোল

london police ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের অত্য়াচারের আরেক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে লন্ডনে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ১৮ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবককে মাটিতে ফেলে তাঁর মুখে হাঁটু চেপে ধরেছেন দুই পুলিশ অফিসার। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই প্রবল সমালোচনার মুখে পড়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

* জানা যাচ্ছে, ওই ভিডিওটি গত ২২ এপ্রিল তুলেছেন এক প্রত্য়ক্ষদর্শী।

* ভিডিওতে দেখা গিয়েছে, ওই ১৮ বছরের যুবক পুলিশের উদ্দেশে বলছেন, ''আমি প্রতিহত করছি না''।

* দ্য় গার্ডিয়ান সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তাদের অজান্তেই ঘটেছে।

* পুলিশ সূত্রে খবর, সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তাঁকে আটকায় পুলিশ। কিন্তু তা উপেক্ষা করেন ওই যুবক।

* অস্ত্র খোঁজার তল্লাশি চলাকালীন ওই যুবককে আটকানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর নীচে পড়ুন

ট্রাম্পকে নিয়ে বই প্রকাশ করতে পারেন বল্টন, নির্দেশ বিচারপতির

trump ডোনাল্ড ট্রাম্প

বই প্রকাশ ঘিরে স্বস্তি পেলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। ট্রাম্পকে নিয়ে বই প্রকাশ করতে পারেন জন বল্টন, শনিবার এমনটাই নির্দেশ দিয়েছেন ফেডেরাল বিচারপতি। এই বই প্রকাশ বিরোধিতা করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার বিচারপতি জানিয়েছেন, বিরোধিতা সত্ত্বেও বই প্রকাশ করতে পারেন বল্টন।

* ট্রাম্পকে নিয়ে বই প্রকাশ করতে পারেন জন বল্টন।

* শনিবার এমনটাই নির্দেশ দিয়েছেন ফেডেরাল বিচারপতি।

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর নীচে পড়ুন

ইরানের পারমাণবিক পরিসরে প্রবেশ করতে চাপ বাড়াল জার্মান-ফ্রান্স-ব্রিটেন

publive-image

ইরান তার নিজের দেশের বেশ কয়েকটি এলাকায় অঘোষিত পারমাণবিক দ্রব্য সঞ্চয় করে রাখছে এবং কিছু ব্যবহারও করেছে সম্প্রতি এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক নজরদারি বোর্ড। সেই মর্মে একটি প্রস্তাব গ্রহণ করে ইরানকে জানান হয় সেই পারমাণবিক ক্ষেত্রে প্রবেশাধিকার করতে দিতে হবে ইনস্পেক্টরদের, এমনটাই জানিয়েছেন রাশিয়ার এক প্রতিনিধি।

রাষ্ট্রসংঘের সদর দফতর ভিয়েনা থেকে রাশিয়ান অ্যাম্বাসেডর মিখাইল উলয়ানভ টুইট করেন যে তাঁর দেশ রাশিয়া এবং চিন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। যেখানে বলা হয় যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি বোর্ডের সঙ্গে বৈঠক করার প্রস্তাব জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন।

আরও পড়ুন, ভ্যাকসিন ছাড়াই ‘বিলীন’ হবে করোনাভাইরাস, বিশ্বাস করেন ট্রাম্প

এই সপ্তাহের শুরুতেই আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফেল গ্রোসি ইরানের এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান যে চার মাসেরও বেশি সময় ধরে ইরান ইনস্পেকটরদের সে দেশের দুটি স্থানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছিল। এমনকী "অঘোষিত পারমাণবিক পদার্থ এবং পারমাণবিক সংক্রান্ত কার্যক্রম সম্পর্কিত আমাদের তরফে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার সঠিক উত্তর ও দেওয়া হয়নি।"

যদিও মনে করা হচ্ছে যে ২০০০ সাল থেকেই ইরানের কয়েকটি এলাকায় পারমাণবিক ক্রিয়াকলাপ চলছে। ২০১৫ সালে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্বের শক্তিগুলির সঙ্গে মিলিত হয়। ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তদারকি করার কোনও আইনগত ক্ষেত্রই রাখেনি প্রথম থেকে। তবে এজেন্সি জানায় যে জয়েন্ট কমপ্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের আওতায় ইরান পারমাণবিক এলাকায় ইনস্পেক্টরদের প্রবেশ অব্যাহত রেখেছে। এদিকে ইরানের প্রতিনিধি জানিয়েছে তাঁর দেশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে।Read the story in English

দেশের গুরুত্বপূর্ণ খবর পড়ুন

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর নীচে পড়ুন

হংকং নিরাপত্তা আইন নিয়ে রা কাড়ল না চিন

https://indianexpress.com/article/world/china-passes-draft-of-controversial-hong-kong-security-law-6464955/ ছবি: টুইটার।

বিতর্কিত হংকং নিরাপত্তা আইন নিয়ে এবার টুঁ শব্দটি করল না বেজিং। শনিবার চিনের শীর্ষ আইনসভার বৈঠকে হংকংয়ের জন্য় বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস নিয়ে কোনও উল্লেখ করাই হয়নি বলে খবর। উল্লেখ্য়, ন্য়াশনাল পিপলস কংগ্রেসের স্ট্য়ান্ডিং কমিটি বিভিন্ন অ্য়াজেন্ডা নিয়ে আলোচনা করে, কিন্তু নিরাপত্তা আইন নিয়ে কোনও শব্দই খরচ করল না তারা।

*হংকংয়ের জন্য় বৃহস্পতিবার বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিলের খসড়া পাস করা হল চিনা আইনসভায়। এই বিলের বিরোধিতা জানিয়ে সোচ্চার হয়ে আসছে হংকং।

*স্বশাসিত হংকংয়ে নিজেদের আধিপত্য় কায়েম করতে দীর্ঘদিন ধরেই উঠেপড়ে লেগেছে বেজিং। এদিকে, চিনের কার্যকলাপের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন চলেছে হংকংয়ে।

*বিলটিতে অপরাধের ৪টি ক্ষেত্র তুলে ধরা হয়েছে। যার মধ্য়ে রয়েছে, রাষ্ট্র ক্ষমতা ধ্বংস করা, জঙ্গি কার্যকলাপ, বাইরের দেশের সঙ্গে জোট বেঁধে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা। (Read the full story in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment