Advertisment

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ জো বাইডেনের

'ট্রাম্পকে হারিয়ে ক্ষমতা এলে এই কাজের জন্য রাশিয়াকে মূল্য চোখাতে হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
বিতর্কে জো বাইডেন।। রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ মাহিন্দা রাজাপক্ষের

জো বাইডেন

নভেম্বরের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। গোয়ান্দে রিপোর্টে এমনটাই জানতে পেরেছেন ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। চিনও ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ন্ত্রের জন্য ভিতরে ভিতরে কাজ করছে বলে অভিযোগ তাঁর। প্রচারের জন্য অনলাইনে তহবিল সংগ্রহকারীদের কাছে একথা তুলে ধরেন বাইডেন।

Advertisment

*জো বাইডেন বলেছেন, ' রাশিয়ানরা এখনও আমাদের নির্বাচনী প্রক্রিয়াটিতে হস্তক্ষেপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।' তাঁর হুঁশিয়ারি, 'রিপাব্লিকানদের হারিয়ে ক্ষমতা এলে এই কাজের জন্য তাদের মূল্য চোখাতে হবে।'
* এটা স্পষ্ট নয় যে কখন বাইডেন গোয়েন্দা ব্রিফিংগুলি শুনেছেন, যা প্রধান দলের প্রেসিডেন্ট মনোনীতদের পক্ষে স্বাভাবিক। ৩০ শে জুনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে তাকে কোনও শ্রেণিবদ্ধ ব্রিফিংয়ের প্রস্তাব দেওয়া হয়নি।
* প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন যে তিনি তার গোয়েন্দা বিবরণী পড়েন না। আর এই গোয়েন্দা বিবৃতির মাধ্যেমে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের রাশিয়ার যোগসাজসের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে।

একাধিক গোয়ান্দা রিপোর্টে উঠে আসে যে, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তায় এগিয়ে এসেছিল রাশিয়া। তবে, রাশিয়া এই অভিযোগ মানেনি। বিষয়টিকে 'প্রতারণা' বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। Read in English

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

russia USA
Advertisment