Advertisment

এইচ১বি-সহ একাধিক ভিসা বাতিল-মেক্সিকোয় জোরালো ভূমিকম্প-ট্রাম্পের উক্তির বিরুদ্ধে সোচ্চার বিডেন

World Today Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

এইচ-১বি ভিসা স্থগিতের কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এদিকে, করোনাভাইরাস নিয়ে বিতর্কের সূত্রপাত আর এবার চিনের প্রধান চার সংবাদমাধ্যমকে বিদেশি দূতাবাস অ্য়াখ্য়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য়দিকে, ‘মেইল-ইন ব্যালট’ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তির বিরুদ্ধে এবার সুর চড়ালেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এক এক করে...

Advertisment

এইচ-১বি-সহ একাধিক ভিসা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের

publive-image

এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই ভিসা বাতিল করল আমেরিকা। এইচ-১বি’র পাশাপাশি আপাতত অন্যান্য ভিসাও স্থগিত করেছে মার্কিন প্রশাসন।

করোনা মহামারীতে বিধ্বস্ত আমেরিকা। এই পরিস্থিতিতে সেদেশের বহু মানুষ চাকরি হারিয়েছেন। এর জেরে আপাতত এইচ-ওয়ান বি ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন৷ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বহু ভারতীয় ও তথ্যপ্রযুক্তি কোম্পানি সহ প্রায় ৫ লাখের উপর বিভিন্ন দেশের মানুষ, যারা আমেরিকায় চাকরি করেন তারা বিপদে পড়েছেন।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে আপাতত এইচ-১বি-র সঙ্গেই এইচ-৪ ভিসা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি এইচ-২বি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মীদের জন্য কয়েকটি জে ক্যাটেগরি এবং সংস্থার মধ্যে বদলির জন্য এল-১ ভিসাও দেওয়া হবে না চলতি বছরে।

নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে নানা বাণিজ্য-আইন-মানবাধিকার সহ মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু, সেই সব প্রতিবাদকে তোয়াক্কা না করেই এইচ-ওয়ান বি ভিসা স্থগিতের ঘোষণা করল মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁর সরকারের সিদ্ধান্ত কয়েক মিলিয়ান আমেরিকানকে সাহায্য করবে যারা করোনা মহামারীর কারণে চাকরি হারিয়েছেন।

আগামীকাল, অর্থাৎ ২৪ জুন থেকেই ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২১ অর্থবর্ষে আমেরিকায় কাজের ক্ষেত্রে ব্যক্তি বা কোম্পানিকে অক্টোবরের শুরুতে এইচ-১বি ভিসা প্রদান করা হয়ে থাকে। কিন্তু এবার তা হবে না। ফলে ঘোর বিপাকে বহু তথ্য প্রযুক্তি সংস্থা ও ভারতীয়। অন্ততপক্ষে তাদের এবছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

ভিসা স্থগিতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষত বর্তমানে উচ্চ আভ্যন্তরীণ বেকারত্ব ও শ্রমের চাহিদা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বিদেশি শ্রমিকদের প্রভাব সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে।

ট্রাম্প তার বলেছিলেন যে, '২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সামগ্রিক বেকারত্বের হার প্রায় চারগুণ বেড়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর রেকর্ডে সাম্প্রতিককালে এই হার নজিরবিহীন।'

এইচ-১বি ভিসা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য দেওয়া হয়ে থাকে, যা পরে ৬ বছর পর্যন্ত বাড়ানো যায়। এই ভিসা শেষ হওয়ার পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে

মেক্সিকোয় জোরালো ভূমিকম্প

earthquake প্রতীকী ছবি।

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি, সংবাদসংস্থা এপি সূত্রে খবর।

* দ্য় ইউএস জিওলজিক্য়াল সার্ভে জানিয়েছে, সকাল ১০টা ২৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

* রিখটার স্কেলে কম্পাঙ্ক ৭.৪ (Read the full story in English)

বিশ্বের অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে

ভোট নিয়ে ট্রাম্পের পোস্ট অপসারণ হোক, ফেসবুক-টুইটারকে আর্জি বিরোধী বিডেনের

publive-image ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জোয়ে বিডেন।

'মেইল-ইন ব্যালট' প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তির বিরুদ্ধে এবার সুর চড়ালেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জোয়ে বিডেন। এমনকী ট্রাম্পের করা এই মন্তব্য ফেসবুক এবং টুইটার থেকে সরানোর জন্য দুই সংস্থার আছেই আর্জি জানিয়েছেন বিডেন।

চলতি বছরেই প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই প্রেক্ষাপটে করোনা হানা দিলেও নির্বাচনী বাগযুদ্ধ থেমে থাকেনি মার্কিনমুলুকে। মেলের মাধ্যমে ভোট দেওয়া নিয়ে মঙ্গলবার টুইটে একাধিকবার সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএসএ। সংক্রমণ রুখতে মেইলের মাধ্যমে ভোট দেওয়ার পক্ষে প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি রাজ্য।

যুক্তরাষ্ট্রের সে সব রাজ্যের এই প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "যদি মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারে, বিক্ষোভ করতে পারে, দোকানপত্র ভাঙচুর করতে পারে তাহলে তাঁরা বেরিয়ে ভোট দিতে পারবে না কেন? নির্বাচনে সততা মানা উচিত।" এখানেই থেমে থাকেননি ট্রাম্প। বিরোধীদের নিশানায় রেখে তিনি বলেন, "লক্ষ লক্ষ মেল-ইন ব্যালট পাঠানো হচ্ছে। তাদের কোথায় পাঠানো হচ্ছে? কার সঙ্গে পাঠানো হচ্ছে? কে জানে?"

ডেমোক্র্যাটদের প্রচারপর্বের ম্যানেজার জেন ও-ম্যালে ডিলন সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, "মেইলের মাধ্যমে ভোটকে ভিত্তিহীন এবং অসম্মানিত করার জন্য টুইটে এসব বলেছেন তিনি।"

যদিও ট্রাম্পের পোস্ট কোনও আইনভঙ্গ করেনি তাই প্রেসিডেন্টের পোস্ট ডিলিট করবেন না তাঁরা এমনটাই জানান হয় ফেসবুকের তরফে। একই সুর শোনা যায় টুইটার সংস্থায়।

বিশ্বের অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে

দেশের গুরুত্বপূর্ণ খবর পড়ুন

চার চিনা সংবাদমাধ্যমকে বিদেশি দূতাবাস অ্য়াখ্যা দিল ট্রাম্প সরকার

publive-image

করোনাভাইরাস নিয়ে বিতর্কের সূত্রপাত আর এবার চিনের প্রধান চার সংবাদমাধ্যমকে বিদেশি দূতাবাস আখ্যা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি এও বলা হয়েছে যে এই সব সংবাদমাধ্যমগুলি বেজিংয়ের মুখপত্র হিসেবে কাজ করে চলেছে।

* পূর্ব এশিয়ার বর্ষীয়াণ মার্কিন কূটনীতিক ডেভিড স্টিলওয়েল সাংবাদিকদের বলেন যে এই পদক্ষেপ চিন সেন্ট্রাল টেলিভিশন, চিন নিউজ সার্ভিস, পিপলস ডেইলি এবং গ্লোবাল টাইমসকে প্রভাবিত করবে। চিনের কমিউনিস্ট দলের অধীনে তাঁদের অবস্থানও প্রতিফলিত হবে।

* ডেভিড স্টিলওয়েল জানান যে এই প্রচারমাধ্যমগুলির উপর কমিউনিস্ট দলগুলি কেবল যে নিয়ন্ত্রণ করে তাইই নয়, সম্পাদকীয় নিয়ন্ত্রণও রয়েছে তাঁদের হাতেই,

* মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে 'অযৌক্তিক' বলে উল্লেখ করেন চিনের গ্লোবাল টাইমস-এর সম্পাদক হু জিন। তিনি বলেন, “চিন-মার্কিন সম্পর্ক এখন এতটাই উত্তপ্ত যে গ্লোবাল টাইমসের মতো মিডিয়া এর দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।" Read the full story in English

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

USA Trump
Advertisment