বিদেশি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মার্কিন ইমিগ্রেশন অ্য়ান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতে মামলা দায়ের করল হার্ভার্ড ও এমআইটি। এদিকে, ওলির ভাগ্য়নির্ধারণে নেপালের কমিউনিস্ট পার্টির জরুরি বৈঠক আবারও স্থগিত হয়ে গেল। অন্য়দিকে, ডোনাল্ড ট্রাম্পের কীর্তিকলাপ নিয়ে এবার বই লিখলেন খোদ মার্কিন প্রেসিডেন্টের ভাইঝি মেরি এল ট্রাম্প। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
বিদেশি পড়ুয়াদের পাশে হার্ভার্ড-এমআইটি, ট্রাম্প সরকারের বিরুদ্ধে আদালতে দুই শিক্ষা প্রতিষ্ঠান
ট্রাম্প সরকারের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হল দুই নামী শিক্ষা প্রতিষ্ঠান। বিদেশি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মার্কিন ইমিগ্রেশন অ্য়ান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতে মামলা দায়ের করল হার্ভার্ড ও এমআইটি। বস্টনে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে আইসিই ও ডিপার্টমেন্ট অফ হোমল্য়ান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই দুই নামী শিক্ষা প্রতিষ্ঠান।
* উল্লেখ্য়, মার্কিন ইমিগ্রেশন অ্য়ান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) নির্দেশিকায় বলা হয়েছে, সে দেশে যেসব বিদেশি পড়ুয়া অলনাইনে পঠনপাঠন করবেন, তাঁদের থাকার অনুমতি দেওয়া হবে না।
*মার্কিন ইমিগ্রেশন অ্য়ান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এহেন নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
*দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, খামখেয়ালিভাবে এমন নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। (Read in English)
ওলির ভাগ্য় নির্ধারণে ফের স্থগিত এনসিপি-র বৈঠক
নেপালে ক্রমশ ঘোরালো হচ্ছে রাজনৈতিক সংকট। প্রধানমন্ত্রীর কুর্সি কি আদৌ আঁকড়ে ধরে রাখতে পারবেন কে পি শর্মা ওলি? এই প্রশ্নের সদুত্তর মিলল না বুধবারও। ওলির ভাগ্য়নির্ধারণে নেপালের কমিউনিস্ট পার্টির জরুরি বৈঠক আবারও স্থগিত হয়ে গেল। এই বৈঠক শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
* নেপালের কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারক কমিটির ৪৫ সদস্য়ের বৈঠক হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু তা শুক্রবার পর্যন্ত পিছিয়ে গেল।
* প্রধানমন্ত্রীর প্রেস অ্য়াডভাইসর সূর্য থাপা জানিয়েছেন, এই বৈঠক শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে কেন স্থগিত করা হল, সে ব্য়াপারে জানানো হয়নি।
* উল্লেখ্য়, ভারত বিরোধী মন্তব্য়ের পরই ওলির পদত্য়াগের দাবি উঠেছে শাসকদলের অন্দরেই। (Read in English)
কাকার হয়ে পরীক্ষা দিয়েছিলেন কাকার বন্ধু, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের ভাইঝির
ডোনাল্ড ট্রাম্পের কীর্তিকলাপ নিয়ে এবার বই লিখলেন খোদ মার্কিন প্রেসিডেন্টের ভাইঝি মেরি এল ট্রাম্প। বিখ্যাত বই প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড সুস্টার এই বইটি প্রকাশ করেছে। বইটির শিরোনাম 'টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান।' আগামী ১৪ জুলাই বইটি বাজারে আসবে।
একে করোনা অতিমারীর প্রদুর্ভাব। পরিস্থিতি সামলাতে হিমসিম অবস্থা ট্রাম্প প্রশাসনের। চলতি বছরের শেষেই আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট রয়েছে। তার কয়েক মাস আগে ভাইঝি মেরির লেখা বই ট্রাম্পকে বেগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। মেরি ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়রের একমাত্র মেয়ে। পেশায় মনোচিকিৎসক মেরি তাঁর বইটিতে ডোনাল্ড ট্রাম্পের নানা অপকর্ম, পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি না দিয়ে ঠকানো, পারিবারে তাঁর অসদাচরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
* মেরির আত্মজীবনী আগামী ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।
* আত্মজীবনীতে মেরি লিখেছেন তাঁর কাকা কীভাবে বিশ্বের স্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ত্রাস হয়ে উঠেছেন। সেই ব্যাখ্যাও লেখিকা তার আত্মজীবনীতে দেবেন।
* মার্কিন প্রেসিডেন্টকে কেন্দ্র করে ট্রাম্প পরিবারে অন্তর্দ্বন্দ্বের কথাও নাকি উঠে আসবে মেরির লেখা বইটিতে।
* একবার মেরি ট্রাম্প এবং তার ভাই তৃতীয় ফ্রেড ট্রাম্প ২০০৪ সালে মামলা দায়ের করে অভিযোগ করেছিলেন যে তাদের বাবার সম্পত্তি থেকে ভাই-বোনকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ, তাঁদের দাদা যখন ডিমেনশিয়ায় আক্রান্ত হন তখন ১৯৯১ সালে ডোনাল্ড ট্রাম্প এবং তার বোনেরা মিলে ‘টাকা দিয়ে এবং প্রভাব খাটিয়ে' উইলটি বদলে দিয়েছিলেন।
এই বই প্রকাশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প আদালতে আবেদন করেছিলেন যাতে বইটি প্রকাশ না পায়। কিন্তু, সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে