/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/ukr.jpg)
জেলেনস্কি একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
রুশ আগ্রাসনের মুখে এবার বিশ্বজোড়া প্রতিবাদের ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক নতুন ভিডিওবার্তায় তিনি ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে বিশ্বজুড়ে চলা স্বাধীনতার ওপর হামলার সঙ্গে তুলনা করেছেন। ২৪ মার্চ, বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলার মাসপূর্তি হল। ২৪ ফেব্রুয়ারি রাত ২টোয় এই হামলা শুরু হয়েছিল। তখন থেকে ২২ মার্চ পর্যন্ত এই হামলায় সরকারি মতে ৯৭৭ জন প্রাণ হারিয়েছেন। ১,৫৯৪ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
হাসপাতালগুলোতেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় চিকিত্সা পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠনের হাই কমিশনের অফিস পরিষ্কার জানিয়েছে, মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, যুদ্ধ চলায় পরিবহণ শিকেয় উঠেছে। খবরও বহু দেরিতে পৌঁছচ্ছে। তার ওপর রাশিয়া থেকে ইউক্রেন, উভয় দেশই নিজের এলাকায় যাবতীয় বেসরকারি সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করেছে। বেসরকারি সংবাদমাধ্যমগুলোও চলছে সরকারি ছত্রছায়ায়। ট্রান্সমিশন ব্যবস্থাও লাগাতার ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস হয়ে গিয়েছে। ফলে সংবাদ সংগ্রহ যেমন কঠিন হয়েছে। তেমনই কঠিন হয়ে গিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বার্তা প্রেরণ করার কাজও।
এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বার্তায় বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, 'শুরু থেকে এখনও পর্যন্ত আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের ঘর, অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসুন। শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। ইউক্রেনের প্রতীককে সামনে রেখে ইউক্রেনবাসীকে সমর্থন করার কথা জানান। স্বাধীনতাকে সমর্থনের কথা জানান। জীবনকে সমর্থনের কথা জানান। আপনার স্কুলচত্বরে এসে দাঁড়ান। আপনার রাস্তায় এসে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। বলুন, জনগণ গুরুত্বপূর্ণ, স্বাধীনতা গুরুত্বপূর্ণ, শান্তি গুরুত্বপূর্ণ, ইউক্রেন গুরুত্বপূর্ণ।'
.@ZelenskyyUa: The war of #Russia is not only the war against #Ukraine.🇷🇺started the war against freedom as it is.
That’s why I ask you to stand against the war! Starting from March 24 - exactly one month after the Russian invasion
All as one together who want to stop the war! pic.twitter.com/BUyqY3DJ37— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) March 23, 2022
পরিস্থিতির গুরুত্বের কথা মাথায় রেখে এখন ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ইউরোপের জোটসঙ্গীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিটি বৈঠকে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণের পক্ষে সওয়াল করেছেন। ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে গোটা ইউরোপকে ঐক্যবদ্ধ রাখাই এখন মার্কিন প্রেসিডেন্ট তাঁর প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
Read story in English