Advertisment

'সঙ্গে আছেন প্রমাণ করুন', EU-তে আবেগঘন ভাষণ জেলেনস্কির, পেলেন বীরের সম্মান

যুদ্ধ জারি। একের পর এক হামলায় ঝরছে প্রাণ। দিশাহারা ইউক্রেন। কিন্তু, বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতেও রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

author-image
IE Bangla Web Desk
New Update
Zelenskyy European leaders emotional address

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভেস্তে গিয়েছে আলোচনা। যুদ্ধ জারি। একের পর এক হামলায় ঝরছে প্রাণ। দিশাহারা ইউক্রেন। কিন্তু, বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতেও রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। লড়াইয়ের নির্দেশ দিচ্ছেন তিনি। এই অবস্থায় কার্যত বীরের সম্মান পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নে ভাষণেও ফুটে উঠল সেই ছবি। এদিন ভিডিও কলে বক্তব্য পেশ করেছেন জেলেনস্কি। স্ক্রিনে তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বৈঠকে উপস্থিত বাকিরা উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মাননা জানান। অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়েও আবেগতাড়িত পেসিডেন্ট। বলেন, ‘প্রমাণ করুন যে আপনারা আমাদের সঙ্গে আছেন।’

Advertisment

জেলেনস্কি বলেছেন, 'আমরা শুধু আমাদের ভূমি এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি। বিশ্বাস করুন, আমাদের দেশের সমস্ত বড় শহর অবরুদ্ধ থাকা সত্ত্বেও, কেউ আমাদের স্বাধীনতা এবং রাষ্ট্রে প্রবেশ করবে না। আপনি আমাদের সঙ্গে আছেন প্রমাণ করুন। প্রমাণ করুন যে আপনি আমাদের যেতে দেবেন না। প্রমাণ করুন যে, আপনি সত্যিই ইউরোপীয়। এবং তারপর, জীবন মৃত্যুকে হারিয়ে জয়ী হবে, আলো অন্ধকার সরিয়ে জয়ী হবে।'

প্রেসিডেন্টের সংযোজন, 'আমি আনন্দিত যে আমরা আজ আপনাদের সকলকে আক্যবদ্ধ করেছি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে একত্রিত করেছি, কিন্তু আমি জানতাম না যে এটির এত উচ্চ মূল্য হবে - এটি আমার জন্য, প্রতিটি ইউক্রেনবাসীর জন্য, আমাদের দেশের জন্য একটি ট্র্যাজেডি।'

আরও পড়ুন- Explained: পুতিনের পরমাণু যুদ্ধের হুমকি কতটা গুরুতর?

আগের দিন, খারকিভের সেন্ট্রাল স্কোয়ারে রুশ মিসাইল নিক্ষেপকে একটি 'ছদ্মবেশী সন্ত্রাস' বলে দাবি করেছিলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, 'রাশিয়া একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। কেউ ক্ষমা করবে না। কেউ ভুলবে না।'

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, “এই দিনগুলোতে স্বাধীন ইউক্রেন সবচেয়ে অন্ধকারময় সময়ের মুখোমুখি। একই সময়ে ইউক্রেনের জনগণ আমাদের সবার জন্য স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছে, তাঁরা অসীম সাহস দেখাচ্ছে… তাঁরা তাঁদের জীবন রক্ষা করছে, কিন্তু তাঁরা সর্বজনীন মূল্যবোধের জন্যও লড়াই চালাচ্ছে এবং এর জন্য তাঁরা মরতেও ইচ্ছুক। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণ আমাদের প্রকৃত অনুপ্রেরণা।'

তাঁর সংযোজন, 'আমরা আমাদের নিরাপত্তা এবং জনগণের সুরক্ষাকে যেমন তেমনভাবে দেখতে রাজি নই। এর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের দায়িত্ব পালন করতে হবে যথাযতভাবে।'

Read in English

Europian Union Russia-Ukraine Row Russia-Ukraine Conflict Ukraine Crisis
Advertisment