৯০০ জনকে ছাঁটাই করে ট্রোলড! এবার নিজেই সরলেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

তিন মিনিটের জুম কলে গণছাঁটাই করেছিলেন, এবার বিশাল গর্গকে ছাঁটাই করল Better.com?

তিন মিনিটের জুম কলে গণছাঁটাই করেছিলেন, এবার বিশাল গর্গকে ছাঁটাই করল Better.com?

author-image
IE Bangla Web Desk
New Update
Better.com CEO Vishal Garg fires over 900 employees over Zoom call in US

তিন মিনিটের জুম কলে কোম্পানির ৯০০ কর্মীকে ছাঁটাই করলেন সিইও বিশাল গর্গ।

তিন মিনিটের জুম কলে ৯০০ জনের চাকরি খাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে মার্কিন সংস্থা Better.com-এর সিইও বিশাল গর্গ। ভারতীয় বংশোদ্ভূত এই আধিকারিকের কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। লাগাতার আক্রমণের মুখে নিজের ভুল স্বীকারও করেছেন গর্গ। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছেই না। শোনা গেছে, কাজ থেকে কিছুদিনের জন্য অব্যাহতি নিয়েছেন তিনি।

Advertisment

ডিজিটাল মর্টগেজ সংস্থা Better.com-এর একটি মেইলকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে খবর হয়েছে, বিশাল গর্গ কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন চিফ ফিনান্সিয়াল অফিসার কেভিন রায়ান। সংস্থার দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট করবেন রায়ান।

এই সপ্তাহের শুরুতে খারাপ পারফরম্যান্সের অজুহাতে তিন মিনিটের জুম কলে একসঙ্গে সংস্থার ৯০০ জন কর্মীকে ছাঁটাই করে শিরোনামে আসেন বিশাল গর্গ। পরে খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় নিন্দার ঝড়। ট্রোলের মুখে নিজের ভুল স্বীকার করেন বিশাল। তাঁর এই গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে সংস্থার মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন অনেকে।

Advertisment

আরও পড়ুন তিন মিনিটের জুম কলে ৯০০ কর্মীকে ছাঁটাই করলেন ভারতীয় বংশোদ্ভূত সিইও, ভাইরাল ভিডিও

বিশাল নিজের থেকে অব্যাহতি নেওয়ার খবরটি নাকি আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। আসলে বিশালকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কারণ, সংস্থার সিইও-র সিদ্ধান্তে নাখুশ অনেকেই। প্রকাশ্যেই গণছাঁটাইয়ের বিরোধিতা করেছেন সংস্থার অন্য কর্তাব্যক্তিরা।

Better.com ২০১৬ সালে তৈরি হয়। নিউ ইয়র্কে এর সদর দফতর। এই সংস্থা মর্টগেজ লোন, বিমার বন্দোবস্ত করে অনলাইনে। গত মে মাসে এই সংস্থাটি অরোরা অ্যাকিউইসিশন কর্পের সঙ্গে হাত মিলিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে শেয়ার বাজারে পা রেখেছে। সংস্থার সম্পত্তির পরিমাণ ৭৭০ কোটি মার্কিন ডলার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Better.com