Manu Bhaker father after Khel Ratna award snub: মেয়ে খেলরত্ন না পাওয়ায় চটে গেলেন মানু ভাকেরের বাবা। তিনি জানিয়েছেন, শুটার নয়। মানু ভাকেরকে ক্রিকেটার বানানো উচিত ছিল। ভারতে ক্রিকেটের প্রতি যতটা নজর দেওয়া হয়, অন্য খেলাগুলোর প্রতি ততটা দেওয়া হয় না। এমন অভিযোগ দীর্ঘদিনের। সেকথা মাথায় রেখেই এমন কথা বলেছেন তিনি।
একাধিক অলিম্পিকে পদকজয়ী মানু ভাকেরকে খেলরত্ন মনোনীতদের তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই মানুর বাবা রাম কিষাণ ভাকের ক্ষোভের সঙ্গে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে ক্রিকেটার হলে হয়তো আরও বেশি সম্মান পেত। এই ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ওঁকে শ্যুটিংয়ে রাখায় দুঃখিত। পরিবর্তে ওঁকে একজন ক্রিকেটার বানানো উচিত ছিল। তাহলে, সমস্ত পুরস্কার এবং প্রশংসা ও পেত। ও একটা অলিম্পিকেই দুটো পদক জিতেছে। যা দেশের কেউ কখনও পায়নি। আমার সন্তান দেশের জন্য আর কী করবে বলে আশা করছেন? সরকারের তাঁর চেষ্টাকে স্বীকৃতি দেওয়া উচিত।'
রাম কিষাণ ভাকের জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মানু হতাশ। ২৩ ডিসেম্বর, সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে, প্যারিস অলিম্পিকের পদকজয়ী মানু ভাকেরের নাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রামের নেতৃত্বে একটি ১২ সদস্যের জাতীয় ক্রীড়া দিবস কমিটি ওই পুরস্কারের জন্য শুটারের নাম সুপারিশ করেনি।
যদিও ক্রীড়ামন্ত্রক দাবি করেছে যে মানু ভাকের পুরস্কারের জন্য আবেদনই করেননি। মানু ভাকেরের বাবা রাম কিষাণ অবশ্য জানিয়েছেন, তাঁরা সম্মানের জন্য আবেদন করেছিলেন। কিন্তু, কমিটির জবাব পাননি। এই ব্যাপারে তিনি বলেন, 'মানু বলেছে যে ও পোর্টালে আবেদন করেছিল। যদি সেটা হয়, তাহলে কমিটির অবশ্যই ওঁর নাম বিবেচনা করা উচিত। শেষ পর্যন্ত যাই হোক না কেন, শুটিং ফেডারেশন ক্রীড়া মন্ত্রককে মানুর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছে।'
রাম কিষাণ জানিয়েছেন যে, ওই খবর পাওয়ার পরে মানু রীতিমতো হতাশ। অলিম্পিকে যাওয়া এবং ভারতের হয়ে পদক জেতার জন্য অনুশোচনা করছে। তিনি বলেন, 'আমি মানুর সঙ্গে কথা বলেছিলাম। ও এসব দেখে হতাশ হয়ে পড়েছে। ও আমাকে বলেছে, আমার অলিম্পিকে গিয়ে দেশের জন্য পদক জেতা উচিত হয়নি। আসলে আমার একজন ক্রীড়াবিদ হওয়াই উচিত ছিল না।'
ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় আছেন। মনু ভাকের ২০২০ সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন। উল্লেখ্য আবেদন না করার পরও মহম্মদ শামিকে এবছরের শুরুতে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হস্তক্ষেপ করে এবং জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি স্বতঃপ্রণোদিত ভাবে ওই পুরস্কার দিয়েছিল।
আরও পড়ুন- অক্ষর-কুলদীপকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় অশ্বিনের বদলি কেন তনুষ! মুখ খুললেন রোহিত
মানু ভাকের প্যারিস অলিম্পিকে ভারতের পদকজয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ভারত ৬টি পদক জিতেছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ভারত সর্বোচ্চ ৭টি পদক জিতেছিল। তার চেয়ে একটি কম পেয়েছে প্যারিস অলিম্পিকে। মানু দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। একটি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। অন্যটি মিক্সড ১০ মিটার পিস্তল ইভেন্টে সরবজোত সিংয়ের সঙ্গে।