Advertisment

Rohit Sharma on Tanush Kotian selection: অক্ষর-কুলদীপকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় অশ্বিনের বদলি কেন তনুষ! মুখ খুললেন রোহিত

BGT series: অশ্বিনের বদলি হিসাবে হঠাৎ কেন তনুষ কোটিয়ান, কারণ জানালেন রোহিত শর্মা। বিসিসিআইয়ের নির্বাচকদের পছন্দ নিয়ে প্রশ্ন তুলে দিল মেলবোর্নের সাংবাদিক বৈঠক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tanush Kotian, তনুষ কোটিয়ান

Tanush Kotian: তনুষ কোটিয়ান। (ছবি- টুইটার)

Rohit Sharma on Tanush Kotian selection: সাংবাদিক বৈঠকে কার্যত হাসানোর চেষ্টা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় কুলদীপ যাদব ভারতীয় দলে ঢুকতে পারেন, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু, তাঁর জায়গায় কেন তনুষ কোটিয়ান টেস্ট দলে স্থান পেলেন? এনিয়ে প্রশ্নের জবাবে রোহিত মজা করে জানান, কুলদীপের ভিসা ছিল না। তাই তনুষকে দলে নেওয়া হয়েছে। পরে অবশ্য তিনি স্পষ্টই জানান যে, পারফরম্যান্সের ভিত্তিতেই তনুষকে দলে নিয়েছেন নির্বাচকরা।

Advertisment

এই ব্যাপারে ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, 'তনুষ একমাস আগেই এখানে এসেছিল। কুলদীপের মনে হয় না ভিসা ছিল। আমরা চেয়েছিলাম, কেউ যত তাড়াতাড়ি হোক মেলবোর্নে পৌঁছক। তনুষ প্রস্তুত ছিল। অবশ্য এটা মজা করে বললাম। আসলে ও এখানে খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও গত ১-২ বছর বেশ ভালো খেলেছে। আমরা এখানে ব্যাক-আপ স্পিনার চেয়েছিলাম। মেলবোর্ন এবং সিডনিতে আমাদের বিকল্প স্পিনার দরকার পড়বে।'

বছর ২৬-এর তনুষ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলেছেন। এই অফস্পিনার ভালো ব্যাটও করেন। গত মরশুমে মুম্বইয়ের রঞ্জি জয়ের তিনি অন্যতম কারিগর। ৪১.৮৩ গড়ে ৫০২ রান করেছিলেন। পাশাপাশি, ১৬.৯৬ গড়ে ২৯টি উইকেটও নিয়েছেন। হার্নিয়া সার্জারির পর কুলদীপ যাদব ফের মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছেন। আর, অক্ষর প্যাটেলের ছেলে হয়েছে। সেই সব কারণেই তনুষকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

রোহিত বলেন, 'কুলদীপ সম্ভবত একশোভাগ ফিট নয়। ওঁর সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছে। আর কুলদীপের যে বিকল্প, সেই অক্ষর প্যাটেলের ছেলে হয়েছে। ও এই অবস্থায় পরিবারকে ছেড়ে থাকতে পারবে না। সেই কারণেই আমরা তনুষকে দলে নিয়েছি। অলরাউন্ডার হিসেবে ও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো খেলেছে।' কোটিয়ান সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর কোনও ভিসা জটিলতা নেই। সেই কারণে তিনি শীঘ্রই মেলবোর্ন স্কোয়াডে যোগ দিতে পারবেন। 

Advertisment

রোহিত সিডনি টেস্টের স্পিন-বান্ধব পরিবেশে দুই স্পিনারকে নামাতে চান। তার মধ্যেই ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর রবিচন্দ্রন অশ্বিনের সাম্প্রতিক অবসর নিয়ে প্রশ্ন উঠেছে। অশ্বিনের উপস্থিতি ভারতীয় স্পিন বিভাগকে শক্তিশালী করতে পারত। কিন্তু, টিম ম্যানেজমেন্ট তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। 

আরও পড়ুন- অ্যালার্ম দিয়ে রাখুন, ভোরেই উঠতে হবে ম্যাচের জন্য! ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট শুরু কখন

কোটিয়ানের পারফরম্যান্স সত্যিই হেলাফেলা করার মত নয়। ৩৩টি প্রথম-শ্রেণির ম্যাচে ২৫.৭০ গড়ে ১০১টি উইকেট নিয়েছেন। পাশাপাশি, ৪৭ ইনিংসে ৪১.২১ ব্যাটিং গড় কোটিয়ানের। যা, তাঁকে অলরাউন্ডারের স্বীকৃতি দিয়েছে। কোটিয়ানের বল এবং ব্যাট, ভারতের অভিজ্ঞ স্পিনার এবং অলরাউন্ডারের অভাবে দূর করবে বলেই টিম ম্যানেজমেন্টের ধারণা।  

cricket Tanush Kotian Cricket News Kuldeep Yadav Border-Gavaskar Trophy Rohit Sharma
Advertisment