
গত মরশুমে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে রাহুলকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ফুটবলারকে ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল।
শঙ্কর রায় সই করলেন নিজের পুরোনো ক্লাবে। ইস্টবেঙ্গল থেকে ফিরে গেলেন মহামেডানে। ইস্টবেঙ্গলের ডামাডোলে নিশ্চয়তা পেলেন তারকা।
দল গঠনে ফের একবার পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে এখনও চুক্তিপত্র সই হয়নি ক্লাবের।
মহামেডান এবার নতুন মরশুমের জন্য ভালোভাবে দল গড়ছে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে সই করাতে চলেছে সাদা কালো বাহিনী।