‘দুয়ারে সরকার’ শিবিরে রীতিমতো লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছে দিলীপ ঘোষের পরিবার।
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যতই বিজেপি বিরোধিতা করুক, কিন্তু তার সুফল পেতে চান গেরুয়া শিবিরের নেতারাও।
রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার নবান্নের উদ্যোগ যে অভাবনীয় এবং তা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
জেলা সভাপতির পরিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি।
মুখ্যমন্ত্রীর এই খোলা চিঠি নিঃসন্দেহে কৌশলী চাল।
৭৩ নম্বর ওয়ার্ডের এই 'দুয়ার সরকার' ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড। স্বাস্থ্য সাথী প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন রাজ্যবাসী।