Swathyasathi card: শিশুর ব্রেনের জটিল অপারেশন, স্বাস্থ্যস্বাথী ভরসা, অসাধ্য সাধন চিকিৎসকদের

Malda child Critical Operation: ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি করানো হয় ওই শিশুকে। তারপরে অস্ত্রপচারে মিলল সাফল্য।

author-image
Madhumita Dey
New Update
Malda child Critical Operation by Swathyasathi card parents Thanks to Mamata Banerjee

শিশুর ব্রেনের জটিল অপারেশন, স্বাস্থ্যস্বাথী ভরসা, অসাধ্য সাধন চিকিৎসকদের

Malda child Critical Operation by Swathyasathi card : সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চার বছরের শিশুর মাথার অস্ত্রপচারে মিলল সাফল্য। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন। সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ওই শিশুকে। তড়িঘড়ি রেফার করা হয় কলকাতায়। কিন্তু সেখানে না নিয়ে গিয়ে ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি করানো হয় ওই শিশুকে। তারপরে অস্ত্রপচারে মিলল সাফল্য। 

Advertisment

হোলির দিন ছাড়াও, ১৩ ও ১৫ তারিখও বন্ধ ব্যাঙ্ক? জেনে নিন কেন ছুটি ঘোষণা RBI-এর ?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর বাবার নাম সোলেমান আলি। তাঁর ভালুকা এলাকায় মুদির দোকান রয়েছে। ওই শিশুর মায়ের নাম রহিমা খাতুন, পেশায় গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় চার বছরের মেয়ে সুমাইয়া খেলা করছিল। সেই সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ওই শিশুকে ধাক্কা মারে। তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি। 

ইংরেজবাজারের ওই নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, দূর্ঘটনার পর থেকেই শ্বাস-প্রশ্বাস চললেও জ্ঞান ছিল না ওই শিশুর। মাথায় গুরুতর আঘাত লাগায় রক্ত জমাট বেঁধেছিল। এরপরই নিউরোসার্জেন বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। গত মঙ্গলবার ওই শিশুর ব্রেন অপারেশনের পর সাফল্য মিলে। আপাতত সংকটমুক্ত রয়েছে  শিশুটি। 

Advertisment

'বিচ্ছেদের জন্য কেউ আগুন লাগাবে, আমরা মেনে নেব না', হুঙ্কার ছুঁড়লেন মমতা, কাকে নিশানা?

অতিরিক্ত জেলাশাসক তথা মালদা জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক শেখ আনসার আহমেদ জানিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পন্ন বিনামূল্যে ওই শিশুকে অস্ত্রোপাচারে সাফল্য এসেছে। মনে করা হচ্ছে মালদায় এই প্রথম ব্রেনের এমন জটিল অস্ত্রোপাচার করা হয়েছে। 

শিশুর বাবা সোলেমান আলি জানিয়েছেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে মেয়ের ব্রেন অপারেশন হয়েছে। এখন মেয়ে ভালো আছে। এজন্য চিকিৎসকদের কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন ওই শিশুর পরিবার।

Swasthya Sathi Health Insurance