scorecardresearch

টুকলি করা বাজেট, এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে: মমতা

‘‘এটা আসলে মেয়াদ পেরোনো বাজেট। কারণ এটা লাগু হবে না। এক মাসের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হবে। ফলে এই বাজেটের কোনও মূল্য নেই।’’

modi -mamata, মোদী -মমতা
মোদী ও মমতা। ফাইল ছবি।

“ওরা আমাদের থেকে টুকলি করেছে। পুরা ঝুটা কাহানী,” এ সুরেই মোদী সরকারের বাজেটকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “এটা আসলে মেয়াদ পেরোনো বাজেট। কারণ এটা লাগু হবে না। এক মাসের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হবে। ফলে এই বাজেটের কোনও মূল্য নেই।” মোদী সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, “কেন্দ্রের বাজেট আসলে দেখনদারি। আদতে এই বাজেটে কিছু নেই। বিদায়ের আগে মানুষের সঙ্গে প্রতারণা করছে ওরা।”

আরও পড়ুন, Budget 2019: প্রাক নির্বাচনী জনমোহিনী বাজেট পেশ করলেন গোয়েল

মোদী সরকার আসলে তাঁদের ‘টুকলি’ করেছে বলে দাবি করেন মমতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাজেটে যা বলা হয়েছে, তা আমরা আগেই করেছি। কৃষক বন্ধু আগেই চালু করেছি আমরা। আমরা আগেই কৃষকদের ৫ হাজার টাকা করে দেওয়া চালু করেছি। ওরা আমাদের টুকলি করেছে। আমাদের প্রকল্পে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে চালাচ্ছে। আয়ুষ্মান প্রকল্পের আগেই আমরা স্বাস্থ্যসাথী চালু করেছি। এসব টুকলি করে কোনও লাভ নেই।”

আরও পড়ুন, Budget 2019 Highlights: এক নজরে মোদী সরকারের শেষ বাজেট

কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। বছরে কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। এ প্রসঙ্গে মমতা বলেন, “গত পাঁচ বছরে কেন কৃষকদের জন্য কিছু ঘোষণা করা হল না? আগের বাজেটেও কেন কৃষকদের জন্য কিছু ঘোষণা করা হল না? ওরা তো দু’একর জমির জন্য ৬ হাজার টাকা দিচ্ছে, আমরা এক একর জমির জন্য ৫ হাজার টাকা করে দিচ্ছি।”

আরও পড়ুন, Railway Budget 2019: রেলের জন্য কী ঘোষণা করলেন পীযূষ গোয়েল?

মোদী সরকারকে বিঁধে এদিন তৃণমূল সুপ্রিমো বলেছেন, “দেশের সবথেকে বিপজ্জনক সরকার। দেশে অর্থনৈতিক জরুরি পরিস্থিতি চলছে। সুপার ইমার্জেন্সি চলছে। এমনভাবে কাউকে ক্ষমতার অপব্যবহার করতে দেখিনি।”

Stay updated with the latest news headlines and all the latest Budget news download Indian Express Bengali App.

Web Title: Budget 2019 mamata banerjee pm modi