Advertisment

Interim Budget 2024: লক্ষ্মীবারেই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, একনজরে দেখে দেওয়া যাক মূল হাইলাইটস

সীতারমণের কথায়, ‘আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া।’

author-image
IE Bangla Web Desk
New Update
Health Budget 2024, Ayushman Bharat insurance scheme, ASHA and anganwadi workers, Cervical cancer, U-Vin, CoWin, indian express news

লক্ষ্মীবারেই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, একনজরে দেখে দেওয়া যাক মূল হাইলাইটস

বৃহস্পতিবার সংসদে অন্তবর্তী বাজেট পেশ করার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গরিব, যুব, মহিলা এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, এই তিন গোষ্ঠীর উন্নতিই দেশের উন্নতি। সীতারমণের কথায়, ‘আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া।’ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘গত ১০ বছরে ২৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে ৩৪ লক্ষ কোটি টাকা। এর সবটাই প্রধানমন্ত্রী জনধন যোজনায়।’

Advertisment

লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। প্রশাসনের প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে, ‘আমরা এমন প্রশাসন চাই যার উপরে মানুষের বিশ্বাস থাকবে। মানুষ আগের তুলনায় বেশি রোজগার করছেন। প্রকৃত আয় ৫০ শতাংশ বেড়েছে। মানুষ আগের তুলনায় ভাল রয়েছেন। গত ১০ বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্খা বেশি করে মেটাতে পারছেন।’

বাজেটে দেশের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়েছে মোদী সরকার। সীতারমণ বলেছেন যে, ‘আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে। আর দু’কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে। এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন, আবাস যোজনায় তিন কোটি বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল সব আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের।

যোগাযোগের উন্নতিতে সীতারমণ বাজেটে ঘোষণা করেছেন- তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডরও তৈরি হবে। এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। ভারতীয় সংস্থারা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর। রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দেভারত এক্সপ্রেসের মতো হবে। ট্রেনের গতি বাড়বে। মেট্রো রেলকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন হবে।

আরও পড়ুন : < কম খরচেই দ্রুত বিপুল আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন এই প্রৌঢ়! >

দেশের ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট করে সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবে বলেও বাজেটে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

করকাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষমা করেছেন যে, নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না, জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে।

🔴 বাজেটে করের হার সম্পর্কে যা বলেছেন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য করের হারে কোনও পরিবর্তন হবে না।

🔴 আগামী অর্থবর্ষে জন্য ৫.১ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা
অর্থমন্ত্রী আগামী আর্থিক বছরের (FY25) জন্য রাজস্ব ঘাটতি জিডিপির ৫.১ শতাংশে সীমাবদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

🔴 একটি বড় ঘোষণায়, সরকার ২০০৯-১০ অর্থবর্ষ পর্যন্ত ২৫০০০ টাকা পর্যন্ত এবং ২০১০-১১ থেকে ২০১৪-১৫ আর্থিক বছরের জন্য ১০ টাকা পর্যন্ত বকেয়া প্রত্যক্ষ কর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷

🔴 আয়কর কাঠামো অপরিবর্তিত
বাজেটে সরকার কাঠামো অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আগে যে ‘ট্যাক্স স্ল্যাব’ ছিল তাই প্রযোজ্য থাকবে।

🔴 পরিকাঠামো খাতে বাড়ল বিনিয়োগ
পরিকাঠামো খাতে বরাদ্দের অঙ্কটা বহুগুণ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে বিনিয়োগের অঙ্কটা পরিকাঠামো খাতে ১১ লাখ ১১ হাজার কোটি টাকা করা হচ্ছে।

🔴 বিদেশী বিনিয়োগের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে
অর্থমন্ত্রী বলেন, ২০১৪-২০২৩ অর্থবর্ষে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

🔴 স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করেছে: নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন বলেছেন, ‘স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে”।
🔴 বন্দে ভারতে 40 হাজার বগি সংযুক্ত করা হবে
রেলের জন্য ঘোষণা করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং আরামের জন্য ৪০ হাজার সাধারণ রেলের বগিকে ‘বন্দে ভারত’-এ রূপান্তর করা হবে।

🔴 'লক্ষপতি দিদি' প্রকল্পে আরও ৩ কোটি মহিলা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, যে সরকারের ‘লখপতি দিদি’ প্রকল্পে আরও ৩ কোটি মহিলাকে যুক্ত করা হবে।

🔴 ২ কোটি বাড়ি ও বিনামূল্যে বিদ্যুৎ: অর্থমন্ত্রী
নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেন,’ এই বাজেট প্রতিভাকে প্রচার করবে, স্বজনপ্রীতি নয়। তরুণদের ওপর দেশের অগাধ আস্থা রয়েছে’। তিনি বলেন, আমাদের সরকার গত ১০ বছরে অনেক কাজ করেছে। আমাদের সরকার নারীদের জন্য অনেক কাজ করেছে। তিন তালাক অবৈধ প্রমাণিত হয়েছে। সীতারামন বলেন, আমাদের সরকারও জিডিপি নিয়ে অনেক কাজ করছে। আমরা সার্বিক উন্নয়নে জোর দিচ্ছি। আমাদের অর্থনীতি খুব ভালো চলছে। মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার রাজ্যগুলিকেও উন্নয়নে সাহায্য করবে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে। তিনশ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

🔴 পর্যটনকে উৎসাহিত করার জন্য, "রাজ্যগুলিকে দীর্ঘমেয়াদী সুদমুক্ত ঋণ প্রদান করার ঘোষণা

🔴 সৌরবিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা
সৌর বিদ্যুতের মাধ্যমে, এক কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে।

🔴 কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বেড়েছে: সীতারমণ
তার বাজেট বক্তৃতায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত কয়েক বছরে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ কীভাবে বেড়েছে তা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেন “তিন তালাককে বেআইনি করা, সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ১/৩ আসন সংরক্ষণ, মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৭০% এরও বেশি ঘর তাদের মর্যাদা বাড়িয়েছে’।

🔴 আয়ুষ্মান ভারত প্রকল্পে কভারেজ বাড়ানো হবে
আয়ুষ্মান ভারত প্রকল্প সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রসারিত করা হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন।

🔴 অর্থমন্ত্রীর দাবি, দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘মোদী সরকারের আমলে দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে। এবং প্রধানমন্ত্রী মোদী যেমন বলেছেন, দেশে সুযোগের অভাব নেই – “স্কাই ইজ দ্য লিমিট”।

🔴 সামাজিক ন্যায়বিচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, " আমাদের সরকার উন্নয়নের একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যা সর্বাত্মক, সর্বব্যাপী এবং সর্বত্র অন্তর্ভুক্ত।"

🔴 অন্তর্বর্তীকালীন বাজেটের আগে একটি পর্যালোচনা প্রতিবেদনে অর্থ মন্ত্রক অনুমান করেছে যে আগামী বছরগুলিতে ভারতীয় অর্থনীতি ৭ শতাংশের বেশি হারে বৃদ্ধি পাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

🔴 ১০ বছরে ইতিবাচক পরিবর্তন দেখেছে দেশ
অর্থমন্ত্রী বলেন যে ‘ভারতীয় অর্থনীতি গত ১০ বছরে গভীর ইতিবাচক পরিবর্তন দেখেছে, ভারতের মানুষ আশা ও আশাবাদ নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে’।

🔴 লক্ষ্য কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ নিয়ে আসা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে, ১১.৮ কোটি কৃষককে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। পিএম ফসল বিমা যোজনার আওতায় ৮ কোটি কৃষককে শস্য বীমা দেওয়া হয়েছে। আমাদের সমৃদ্ধি নির্ভর করে তরুণ ও যুবকদের ক্ষমতায়নের ওপর।

🔴'দরিদ্রের কল্যাণেই দেশের কল্যাণ'
অর্থমন্ত্রী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদীর সরকার, সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে কাজ করে, গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে কাজ করেছে কেন্দ্রের সরকার।

Union Budget 2024
Advertisment