Advertisment

অন্তর্বর্তীকালীন বাজেটই পেশ করবে সরকার, জানালেন মোদী

আজ দেশের নজরে সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করবে মোদী সরকার। পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে, জানালেন খোদ মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

সংসদে নরেন্দ্র মোদী। ছবি: রেণুকা পুরী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাজেট নিয়ে শাসক-বিরোধী সংঘাত পর্বে ইতি টানলেন খোদ প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে তাঁর সরকার, একথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেটই পেশ করবে, তা অবশ্য আগেই জানিয়েছিল অর্থমন্ত্রক। এদিন মোদীর কথায় যেন সিলমোহর পড়ল।

Advertisment

বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশনের আগে বিরোধী দলগুলোকে আশ্বস্ত করে মোদী জানিয়েছেন, তাঁর সরকার অন্তর্বর্তীকালীন বাজেটই পেশ করবে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও একই কথা বলেন।

আরও পড়ুন, সরকার চায় বাজেট, বিরোধীরা চায় ভোট-অন-অ্যাকাউন্ট

উল্লেখ্য, বুধবার সর্বদলীয় বৈঠকে অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ‘‘বাজেট মানে বাজেটই। অন্তর্বর্তীকালীন বা ভোট-অন-অ্যাকাউন্ট নয়।’’ গোয়েলের এহেন বক্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছিল বিরোধীরা। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘‘সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলে, তার বিরোধিতা করবে কংগ্রেস।’’ লোকসভা ভোটকে মাথায় রেখে ভোট-অন-অ্যাকাউন্টই পেশ করা উচিত বলে যুক্তি দেন খাড়গে।

আজ দেশের নজরে সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করবে মোদী সরকার। অসুস্থতার জন্য এবার বাজেট পেশ করতে পারবেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন জেটলির পরিবর্তে বাজেট পেশ করবেন অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

আরও পড়ুন, Union Budget 2019 Expectations: মহিলাদের জন্য কী কী সুবিধে ছিল গত বাজেটে?

এদিকে, সংসদে বাজেট অধিবেশনে একগুচ্ছ ইস্যু নিয়ে সরব হবেন বিরোধীরা। রাফাল চুক্তির পাশাপাশি, নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা করার প্রস্তাব পেশ করেছেন মল্লিকার্জুন খাড়গে। লোকসভা ভোটের মুখে ইভিএম ইস্যু নিয়ে সংসদে আলোচনা করার কথা বলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নিয়ে আলোচনা চেয়েছেন সপা-র ধর্মেন্দ্র যাদব। এদিকে, অযোধ্যায় অ-বিতর্কিত জমি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি রেখেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে সরব হতে পারে বামেরা।

অন্যদিকে, তিন তালাক বিল, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করতে মুখিয়ে থাকবে কেন্দ্রীয় সরকার। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। সুষ্ঠুভাবে যাতে সংসদের অধিবেশন সম্পন্ন করা যায়, সেজন্য সব দলের কাছে আর্জি রেখেছেন অধ্যক্ষ।

Read the full story in English

PM Narendra Modi Union Budget 2024
Advertisment