Advertisment

Union Budget 2019 Explained Live: বিমা পরিষেবায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব

India Union Budget 2019 Explained Live Updates: মিডিয়া এবং বিমান পরিষেবাতেও সরাসরি বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকতে চাইছে কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Union Budget 2019 Explained Live:

Advertisment

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করার কথা ঘোষিত হল কেন্দ্রীয় বাজেটে। বিমা পরিষেবায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হল। অর্থাৎ এতদিন কোনও বিদেশি সংস্থা এ দেশে বিমা ক্ষেত্রে একা বিনিয়োগ করতে পারত না, অন্য দেশি সংস্থার সঙ্গে অংশীদার হিসেবে বিনিয়োগ করতে হত। এবার থেকে সে নিয়ম তুলে দেওয়ার প্রস্তাব এল। এছাড়া মিডিয়া এবং বিমান পরিষেবাতেও সরাসরি বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকতে চাইছে কেন্দ্র।

শুক্রবার দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেট। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রীর বাজেট। নানা দিক থেকে অভিনব হওয়ায় এই বাজেটের দিকে তাকিয়ে সারা দেশ। আর্থিক সমীক্ষা বলছে ২০১৯-২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা। আর্থিক ঘাটতিও গত অর্থবর্ষের তুলনায় বেশ খানিকটা কমবে (৫.৮ শতাংশ থেকে কমে ৩.৪ শতাংশ)।

‘ব্যাঙ্কিং নীতিতে অযাচিত হস্তক্ষেপ’, বাজেট প্রাক্কালে কেন্দ্রকে তোপ উর্জিতের

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সামনে এখন জোড়া চ্যালেঞ্জ। একদিকে দেশে কর্ম সংস্থান বাড়াতে হবে, অন্য দিকে আর্থিক বৃদ্ধির ন্যূনতম হার ৭ শতাংশের ওপর রাখতেই হবে।

পাঁচ বছরের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের দেশ বানানোর ভাবনাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী।

জনকল্যাণমূলক কাজে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হল আর্থিক সমীক্ষায়। জানানো হল ঢেলে সাজানো হবে ন্যূনতম মজুরি ব্যবস্থার পরিকাঠামো।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার কম ছিল, এবং কার্যত কর্ম সংস্থানহীন বৃদ্ধি ছিল। গত পাঁচ বছরে আর্থিক বৃদ্ধির হার সর্বোচ্চ ৮ শতাংশ থাকলেও গত আর্থিক ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫.৮ শতাংশে নেমে গিয়েছিল। এই কেন্দ্রীয় বাজেটে কী হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

কেন্দ্রীয় বাজেটের উল্লেখযোগ্য ঘোষণা

গণমাধ্যম, বিমান পরিষেবা এবং বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করার কথা ঘোষিত হল কেন্দ্রীয় বাজেটে। বিমা পরিষেবায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হল। অর্থাৎ এতদিন কোনও বিদেশি সংস্থা এ দেশে বিমা ক্ষেত্রে একা বিনিয়োগ করতে পারত না, অন্য দেশি সংস্থার সঙ্গে অংশীদার হিসেবে বিনিয়োগ করতে হত। এবার থেকে সে নিয়ম তুলে দেওয়ার প্রস্তাব এল। এছাড়া মিডিয়া এবং বিমান পরিষেবাতেও সরাসরি বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকতে চাইছে কেন্দ্র।

বৈদ্যুতিন যানে বিদেশি বিনিয়োগ

দেশ জুড়ে বৈদ্যুতিন যানের ব্যবহারের জন্য বরাদ্দ হল ১০ হাজার কোটি টাকা। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতেই এই উদ্যোগ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আধার এবং প্যানের মধ্যে যেকোনো একটি নম্বর জমা দিলেই গ্রাহ্য হবে আর্থিক প্রতিষ্ঠানে

আর্থিক প্রতিষ্ঠানে আধার বাধ্যতামূলক নয়, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিনের সাধারণ বাজেটে ঘোষিত হল গুরুত্বপূর্ণ তথ্য। আধার অথবা প্যান দুটি নথির যে কোনও একটি কেওয়াইসি হিসেবে জমা নিতে বাধ্য থাকবে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও সেই একই নিয়ম গ্রাহ্য হবে।

৪০০ কোটি টাকা পর্যন্ত বার্ষিক উৎপাদনকারী সংস্থার জন্য ২৫ % কর্পোরেট কর

যে সমস্ত সংস্থা বার্ষিক ৪০০ কোটি টাকা পর্যন্ত আয় করে, তাদের ২৫ শতাংশ কর্পোরেট কর দিতে হবে। এতদিন ১৫০ কোটি আয় হওয়া সংস্থাকেই ২৫ শতাংশ কর্পোরেট কর দিতে হত।  দেশের বড় সংখ্যক (৯৩.৩ শতাংশ) কর্পোরেট সংস্থার লভ্যাংশ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত।

আগামী ৫ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব

তবে এই খাতে খরচের জন্য পুঁজি সংগ্রহ করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ

নন ব্যাঙ্কিং সংস্থাকে কিনে নেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ঋণ দেবে কেন্দ্র

ছ'মাসের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে এককালীন ঋণ দেওয়া হবে ব্যাঙ্কিং নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) -এর মহার্ঘ্য সম্পদ কিনে নেওয়ার জন্য।

Union Budget 2024
Advertisment