scorecardresearch

বড় খবর

বাংলা-আসামের চা শ্রমিকদের কল্যাণে বাজেটে ১ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

মহিলা চা শ্রমিকদের উন্নয়ন ও তাঁদের বাচ্চাদের কাজেই এই অর্থ খরচ করা হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাংলা-আসামের চা শ্রমিকদের কল্যাণে বাজেটে ১ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ ও আসামের চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। মহিলা চা শ্রমিকদের উন্নয়ন ও তাঁদের বাচ্চাদের কাজেই এই অর্থ খরচ করা হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাংলা ও আসামের চা শিল্প জগৎ বিখ্যাত। কিন্তু, গত এক দশকেরও বেশি সময় ধরে এই দুই রাজ্যেই বেহাল চা শিল্পের অবস্থা। করোনার জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই অবস্থায় আয়ুষ মন্ত্রককে কাজে লাগিয়ে এই শিল্পকে তুলে ধরার দাবি জানিয়েছিল আসামের চা শ্রমিক সংগঠনগুলো। বাজেটে তাই চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগে বাজেটে কী পেল বাংলা? শূন্য হাতে রইল কোন কোন ক্ষেত্র?

আরও পড়ুন- প্রবীণদের বোঝা কমাতে বড় ঘোষণা! ৭৫-এর ঊর্ধ্বে দিতে হবে না আয়কর, কী বললেন অর্থমন্ত্রী

এই প্রথম চা শ্রমিকদের জন্য এক সঙ্গে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করল কেন্দ্র। এখন দেখার করে থেকে তা কার্যকর হয়।

আরও পড়ুন- ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’, কেন্দ্রীয় বাজেট নিয়ে সরব মমতা

আরও পড়ুন- ভারতের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলবে এই বাজেট: মোদী

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই এ রাজ্যে ভোট রয়েছে। উত্তরবঙ্গ থেকে লোকসভায় ব্যাপক সমর্থন পেয়েছে বিজেপি। সেই ভোটে কামড় বসাতে গত বছর রাজ্য বাজেটে গৃহহীন চা শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ‘চা সুন্দরী’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোট আবহে উত্তরবঙ্গবাসী, বিশেষ করে চা শ্রমিকদের আস্থা ধরে রাখতে তাই বাজেটে এই বিপুল অঙ্কের অর্থ চা শ্রমিকদের জন্য় বরাদ্দ করল মোদী সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: 1 thousand crore rupees for tea garden labours of bengal assam in union budget 2021