বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে অ্যামাজন সিইও

এর পর আছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০৩০ এর মধ্যে ট্রিলিয়নেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল। ২০৩৩ এর মধ্যে এই তালিকায় ঢুকে পড়বেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

এর পর আছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০৩০ এর মধ্যে ট্রিলিয়নেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল। ২০৩৩ এর মধ্যে এই তালিকায় ঢুকে পড়বেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ই কমার্স সংস্থা অ্যামাজনের সিইও জেফ বেজোস আবার খবরের শিরোনামে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা বলছে দুনিয়ার প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই।

Advertisment

৫৬ বছরের জেফ বেজোস এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি। ফোর্বসের হিসেব বলছে তাঁর সম্পত্তির পরিমাণ ১৪২.৮ বিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক সমীক্ষা বলছে ২০২৬ এর মধ্যে, যখন জেফের বয়স হবে ৬২ বছর, তিনিই হবে দুনিয়ার প্রথম ট্রিলিয়নেয়ার।

বিগত পাঁচ বছরে বেজোসের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৪ শতাংশ।

Advertisment

আরও পড়ুন, বাড়ছে অনলাইন কেনাকাটা, তবুও ক্ষতির মুখে অ্যামাজন

ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে বেজোসের পরেই রয়েছে চিনের জু জিয়াইন। ২০২৭ এর মধ্যেই তাঁর লক্ষ্যে পৌঁছনোর কথা। এর পর আছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০৩০ এর মধ্যে ট্রিলিয়নেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল। ২০৩৩ এর মধ্যে এই তালিকায় ঢুকে পড়বেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ। এশিয়ার সেরা ধনীদের তালিকাতেও কখনও এক, কখনও বা দুইয়ে থাকে তাঁর নাম। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তবে ব্যবসার কোভিড ক্ষত থেকে বাঁচতে পারেননি নিজেও। রাতারাতি আম্বানির সম্পত্তির পরিমাণ কমেছে ২৮ শতাংশ। সোমবার প্রকাশিত এক রিপোর্টে জানা গেল এমনটাই। গত দু’মাসে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে মুকেশ আম্বানির। ফলে, এখন তাঁর সম্পত্তির পরিমাণ এসে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।

economy