অনলাইনে যাঁরা মদ কিনতে চান, তাঁদের জন্য় সুখবর। পশ্চিমবঙ্গে অনলাইনে মদ বিক্রিতে ছাড়পত্র পেল আমাজন, সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মদ ডেলিভারির জন্য় রাজ্য়ের সঙ্গে মউ স্বাক্ষর করতে আমন্ত্রণ জানানো হয়েছে আমাজনকে। জানা যাচ্ছে, আমাজনের পাশাপাশি বাংলায় মদ ডেলিভারিতে ছাড়পত্র পেয়েছে বিগবাস্কেটও।
শুক্রবার ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ব্য়াপারে ছাড়পত্র দেওয়া হয়েছে আমেরিকার অন্য়তম বড় সংস্থা আমাজনকে। রয়টার্সের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের চতুর্থ জনবহুল রাজ্য় পশ্চিমবঙ্গ। বাংলায় ৯০ মিলিয়নেরও বেশি মানুষের বাস।
আরও পড়ুন: মুকেশ আম্বানির ‘লক্ষ্মীলাভ’, ২ মাসের মধ্য়েই ঋণমুক্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
যদিও এ ব্য়াপারে আমাজন ও বিগবাস্কেটের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বাংলার বাজারে মদ ডেলিভারিতে আমাজনের মতো সংস্থাকে ছাড়পত্র দেওয়া নিঃসন্দেহে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য়, কয়েকবছর ধরে ভারতের বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে আমাজন। যে কোনও সামগ্রী অনলাইনে কিনতে আমাজনকে বেছে নিয়েছেন বহু ভারতীয়ই। ভারতে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।
উল্লেখ্য়, সুইগি, জোমাটোর মতো জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থাও গত মাস থেকে বিভিন্ন শহরে মদ ডেলিভারি শুরু করেছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে কয়েকদিন বন্ধ ছিল মদের দোকান। এরপর মদের দোকান খোলায় ছাড়পত্র দিতেই দেশজুড়ে চোখে পড়েছে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘলাইন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন