/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/arun-jaitley.jpg)
অর্থমন্ত্রী অরুণ জেটলি
২০১৮ অর্থবর্ষের শেষে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মোট এনপিএ (ননপারফর্মিং অ্যাসেট)-র পরিমাণ ছাড়িয়েছে ১০.৩ লক্ষ কোটি। সোমবার এই হিসেব দেখাতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য দুষলেন ইউপিএ সরকারকেই। বললেন, এনপিএ-র পরিমাণ বাড়ছিলই, আগের সরকার ধামা চাপা দিয়ে রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে কিছু ব্যাঙ্ককে এক সাথে যুক্ত করতেই হবে, জানালেন জেটলি। সেই সঙ্গে ঘোষণা করলেন, দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ককে যুক্ত করা হবে ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে।
Arun Jaitley announces decision to merge Dena Bank, Vijaya Bank and Bank of Baroda in a move towards consolidation of bankshttps://t.co/k42SnFhwti
— The Indian Express (@IndianExpress) September 17, 2018
আরও পড়ুন, প্রহরীবিহীন লেভেল ক্রসিং থেকে সম্পূর্ণ মুক্তির পথে ভারতের রেলপথ
অরুণ জেটলি বলেন, "বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল, আমাদের কর্মসূচির মধ্যে ব্যাঙ্কের সংযুক্তিকরণ রয়েছে। প্রথম পদক্ষেপ করতে পারলাম। তিনটি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্ক অব বরোদা হবে দেশের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক"। তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। অর্থমন্ত্রী জানিয়েছেন, "ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে কোনও ব্যাঙ্কের কোনো কর্মচারীই ক্ষতিগ্রস্ত হবেন না। চাকরি জীবনে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে তাঁদের যাতে কোনো সমস্যা না হয়, নজর রাখা হবে সেদিকেও।
এর আগে ২০১৭ সালে ভারতীয় মহিলা ব্যাঙ্ক এবং পাঁচটি অ্যাসোসিয়েট ব্যাঙ্ককে সংযুক্ত করা হয়েছিল ভারতীয় স্টেট ব্যাঙ্কের সঙ্গে।