Advertisment

Banks with FD rate up to 8.25%: কোন ব্যাংকে স্থায়ী আমানতের ওপর সুদের হার সর্বোচ্চ, জেনে নিন

Banks offer Highest Interest Rate on Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে হলে অনেকগুলো রাস্তা আছে। জমা টাকা সাত দিন থেকে ১০ বছরের মধ্যে এবং সুদের হারও মেয়াদের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Janmashtami 2024, Bank Holiday, জন্মাষ্টমী, ব্যাংকে ছুটি

Banks with FD rate up to 8.25%: বহু মানুষ ফিক্সড ডিপোজিটের সুদের হারের ওপর নির্ভরশীল। (ফাইল ছবি)

Banks offer Highest Interest Rate on Fixed Deposit: আর্থিক টানাটানির যুগে বহু মানুষই অর্থ ব্যাংকে জমা রেখে, তা থেকে প্রাপ্ত সুদের ওপর নির্ভর করে সংসার চালান। ব্যাংকে স্থায়ী আমানতের ওপর সুদের হার সর্বোচ্চ ৮.২৫%। এই পরিস্থিতিতে কেউ যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে চান, তবে তাঁর কাছে অনেকগুলো রাস্তা রয়েছে। যে সময় কোনও ব্যক্তি টাকা জমা দেন, তা সাত দিন থেকে ১০ বছরের মধ্যে সুদের হারের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এই সুদের হার মেয়াদের ওপর নির্ভর করে বদলায়।

Advertisment

প্যান ছাড়া এফডি করা যায়?

তেমনটা হলে অনেক সমস্যা তৈরি হবে। আয়কর বিভাগ থেকে কোনও টিডিএস জমা হবে না। সিবিডিটি সার্কুলার নং: ০৩/১১ অনুযায়ী, কোন টিডিএস শংসাপত্র জারি করা হবে না। ফর্ম ১৫জি/এইচ এবং অন্যান্য ছাড়ের শংসাপত্রগুলো অবৈধ হবে। আর, শাস্তিমূলক টিডিএস প্রযোজ্য হবে।

আরও পড়ুন- বাহরাইচে আতঙ্ক! কেন মানুষখেকো হয়ে উঠল নেকড়ে?

কখন টিডিএস কাটা হয় 

আর্থিক বছরে ব্যাংক যতবার সুদ দেয় অথবা পুনরায় বিনিয়োগ করে, ততবার টিডিএস কাটা হয়। উপরন্তু, ৩১ মার্চ পর্যন্ত আর্থিক বছরের শেষে অর্জিত (কিন্তু, এখনও পরিশোধ করা হয়নি) সুদের ওপরও টিডিএস কাটা হয়। 

টিডিএসের দায়বদ্ধতা

যদি একজন গ্রাহক তাঁর সমস্ত আমানতের জন্য যে সামগ্রিক সুদ অর্জন করেন, তা একটি আর্থিক বছরে ৪০ হাজার (প্রবীণ নাগরিকের জন্য ৫০ হাজার) টাকার বেশি হয়, তখন সেই গ্রাহক টিডিএসের জন্য দায়বদ্ধ হন। টিডিএসের জন্য ট্যাক্স বা করের দায়বদ্ধতা প্যান নম্বরের ভিত্তিতে নির্ধারিত হয়। অপ্রাপ্তবয়স্কদের রাখা আমানতগুলোও টিডিএসের আওতায় আসে। 

টিডিএস এবং টিসিএস কী?

টিডিএস হল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যার অর্থ, কোনও উৎস থেকে ট্যাক্স বা কর কেটে নেওয়াকে বোঝায়। এর পাশাপাশি, টিডিএসের হার আয়কর আইনের আওতায় সরকার নির্ধারণ করে থাকে। আর, টিসিএস হল ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। যা কোনও পণ্যের ওপর আরোপিত কর। টিডিএস এবং টিসিএসকে অনেকে গুলিয়ে ফেলেন। কিন্তু, এই দুটোর মধ্যে একটাই মিল। তা হল, দুটি ক্ষেত্রেই আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

Interest Rate bank Interest Rate of Interest Security Deposit money
Advertisment