'কেন্দ্র টাকা না দেওয়ায় আটকে আছে প্রকল্প'

"তিন মাস ধরে কেন্দ্রের কাছে ২২০০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। কেন্দ্র নিয়মিত টাকা দিলে আমরা পরিকাঠামোগত অনেক কাজ শুরু করতে পারি।"

"তিন মাস ধরে কেন্দ্রের কাছে ২২০০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। কেন্দ্র নিয়মিত টাকা দিলে আমরা পরিকাঠামোগত অনেক কাজ শুরু করতে পারি।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র

পণ্য এবং পরিষেবা কর থেকে প্রাপ্ত ২২০০ কোটি টাকা বিগত তিন মাস ধরে রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র, বুধবার জিএসটি কাউনসিলের বৈঠকে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisment

দীঘায় দু'দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, "তিন মাস ধরে কেন্দ্রের কাছে ২২০০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। কেন্দ্র এবার টাকা না দিলে অঙ্কটা ৩০০০ কোটিতে পৌঁছবে। কেন্দ্র নিয়মিত টাকা দিলে আমরা পরিকাঠামোগত অনেক কাজ শুরু করতে পারি। জিএসটি কাউন্সিলের বৈঠকে আমি বিষয়টি নিয়ে কথা বলব"।

আরও পড়ুন, ‘বাংলাই সেরা ঠিকানা, এখানে বিভেদ-বৈষম্য নেই’, লগ্নিকারীদের বার্তা মমতার

Advertisment

‘সরকারের সাহায্য না পেলে বন্ধ হয়ে যাবে ভোডাফোনের পরিষেবা’

পণ্য ও পরিষেবা কর নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যা সমস্যা হয়েছিল, তা মিটে গেছে বলে চেম্বার অব কমার্সকে সম্প্রতি  জানিয়েছিলেন রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সেই প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির সমালোচনা করেন মন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, "সরকার বিকেন্দ্রীকরণ চাইছে, তাই এ বছর আমরা বাণিজ্য সম্মেলন দীঘাতে অনুষ্ঠিত করছি। আমরা চাই জেলায় জেলায় বানিজ্য পৌঁছোক। এবার থেকে প্রতি জেলাতেই বাণিজ্য সম্মেলন হবে"।

সরকারি সুত্রে খবর, দীঘায় এবার ১৮ টি দেশ থেকে প্রায় ৫০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন। এবারের বাণিজ্য সম্মেলনের কেন্দ্রে থাকছে উপকূলবর্তী পর্যটন।

অর্থমন্ত্রীর কথায়, "সম্মেলনে সরকার-এর সঙ্গে একাধিক মউ স্বাক্ষরিত হবে বলে আশা করছি। ইতিমধ্যে আমরা পরিকাঠামো তৈরি করতে শুরু করেছি"।

West Bengal