সঞ্চয় বাড়াতে কোন স্কিমে টাকা ঢালবেন?

এতদিন পর্যন্ত মধ্যবিত্তের সবচেয়ে ভরসাযোগ্য সঞ্চয়ের জায়গা ছিল ফিক্সড ডিপোজিট। কিন্তু এখন সে উপায় নেই। এফডি-র বিকল্প কী এসেছে দেখে নেওয়া যাক

এতদিন পর্যন্ত মধ্যবিত্তের সবচেয়ে ভরসাযোগ্য সঞ্চয়ের জায়গা ছিল ফিক্সড ডিপোজিট। কিন্তু এখন সে উপায় নেই। এফডি-র বিকল্প কী এসেছে দেখে নেওয়া যাক

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফিক্সড ডিপোজিটে সুদের হার ক্রমশ কমিয়ে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো। সম্প্রতি ১৩৫ বেসিস পয়েন্ট রেপোরেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই পরপর ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। এতদিন পর্যন্ত মধ্যবিত্তের সবচেয়ে ভরসাযোগ্য সঞ্চয়ের জায়গা ছিল ফিক্সড ডিপোজিট। কিন্তু এখন সে উপায় নেই। এফডি-র বিকল্প কী এসেছে দেখে নেওয়া যাক।

এই প্রকল্পে সঞ্চয় করতে পারেন অল্প বয়স থেকেই

স্মল ফিনান্স ব্যাঙ্ক

Advertisment

উৎকর্ষ ব্যাঙ্ক, জন স্মল ফিনান্সের মতো ছোট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সাড়ে আট থেকে ৯ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

পোস্ট অফিস প্রকল্প

পোস্ট অফিসে বেশ কয়েকটা ভালো ভালো সঞ্চয় প্রকল্প রয়েছে। এদের মধ্যে পিপিএফ(৭.৯ শতাংশ) , টাইম ডিপোজিট, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প (৮.৬ শতাংশ), মাসিক আয় প্রকল্প রয়েছে।

Advertisment

আরও পড়ুন, আয়কর দেওয়ার সময়সীমা বাড়ল, কর সংগ্রহে ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

ট্যাক্স ফ্রি বন্ড

সাধারণত ১০ থেকে ২০ বছরের জন্য করা যায়। সরকার থেকে বন্ড দেওয়ার ফলে ঝুঁকি খানিক কম হয়।

মিউচুয়াল ফান্ড

আরবিট্রেজ এবং ডেট মিউচুয়াল ফান্ড, এই দু’ধরনের মিউচুয়াল ফান্ড হয়। এগুলোতেও বিনিয়োগ করে রাখতে পারেন।