Advertisment

এবার বিদেশেও পা Reliance-এর, সিঙ্গাপুরে অফিস খুলছেন মুকেশ আম্বানি

বিদেশেও ব্যবসা বাড়ানোর লক্ষ্যে রিলায়েন্স কর্তা।

author-image
IE Bangla Web Desk
New Update
Reliance AGM 2022, Reliance AGM, Reliance, Mukesh Ambani, Reliance AGM Latest Updates, RIL AGM, RIL, Reliance News, Reliance Jio, Reliance Industries Ltd Annual General Meeting, Reliance Industries Ltd AGM, Reliance Industries AGM, Reliance Industries, Reliance AGM Updates, Reliance AGM News, Reliance AGM 2022 Live Updates, Reliance AGM 2022 Live, Jiophone Next, Jiophone, Ambani,anant ambani, reliance agm, reliance agm 2022, ril agm, reliance agm time, ril agm 2022, reliance agm date 2022, reliance agm date, jio agm, reliance agm 2022 date, ril agm time, agm reliance, reliance agm live, ril agm date, agm of reliance, reliance agm time today, reliance agm news, agm reliance industries, reliance agm timing, reliance agm meeting, reliance agm today, reliance agm expectations, reliance agm share price

মুকেশ আম্বানি

এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে অফিস খুলছেন। এমনটাই তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। মুম্বই-স্থিত এই ধনকুবের একজন ম্যানেজার নিয়োগ করেছেন সিঙ্গাপুরের অফিসে কর্মী নিয়োগের জন্য। সেই অফিস থেকে রিয়েল এস্টেটের ব্যবসা হবে বলে জানা গিয়েছে।

Advertisment

রিলায়েন্সের এক মুখপাত্র এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। সিঙ্গাপুরে পারিবারিক অফিসের জন্য অনেক ধনী ব্যক্তিই এখন উদ্যোগ নিচ্ছেন। তাঁদের মতো আম্বানিরাও এবার সিঙ্গাপুরে অফিস খুলছেন। ধনকুবের রে দালিও এবং গুগলের সহ-কর্ণধার সের্গেই ব্রিনেরও অফিস রয়েছে ওই দেশে।

সিঙ্গাপুরে অফিস খোলার শর্ত অনেক কম। করের পরিমাণ, অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। সিঙ্গাপুরের আর্থিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের শেষ পর্যন্ত ৭০০-র বেশি অফিস তৈরি হয়েছে। তার আগের বছর ৪০০ ছিল।

আরও পড়ুন নতুন রেকর্ড গড়লেন গৌতম আদানি, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ জানেন?

সিঙ্গাপুরে যে হারে ধনকুবেরদের আধিক্য বাড়ছে যার ফলে সে দেশের গাড়ি, আবাসন এবং অন্যান্য জিনিসের দামও বাড়ছে। উপপ্রধানমন্ত্রী লরেন্স ওং অগস্ট মাসে একটি সাক্ষাৎকারে জানান, ধনীদের জন্য কর বাড়ানোর কথা ভাবছে সরকার।

আম্বানিরা সিঙ্গাপুরে অফিস খুলে রিটেল, রিয়েল এস্টেট ব্যবসার পরিধি বাড়াতে চাইছে বলে খবর। ভারতের বাইরেও সম্পত্তি বৃদ্ধি করতে চাইছেন রিলায়েন্স কর্তা। আরামকো সংস্থার চেয়ারম্যানকে রিলায়েন্সের বোর্ড সদস্য করা হয়েছে গত বছর। এই নিয়োগের পরেই আন্তর্জাতিক বাজারে পা রাখার ইঙ্গিত দেন আম্বানি। তিনি জানান, শীঘ্রই এবার আমাদের আন্তর্জাতিক পরিকল্পনা সম্পর্কে সবাই অবগত হবেন।

বর্তমানে ব্লুমবার্গ ওয়েলথ ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৮৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। তিনি এবার সিঙ্গাপুরে দ্রুত অফিস খোলার বিষয়ে এগোচ্ছেন। তাঁর স্ত্রী নীতা আম্বানি এই উদ্যোগে মুকেশকে সাহায্য করছেন বলে খবর।

Reliance Mukesh Ambani
Advertisment