করোনার প্রভাব ক্রমশ গাঢ় হচ্ছে দেশের শেয়ার বাজারে। মঙ্গলবার বিকেল থেকেই নিম্মমুখী ছিল সেনসেক্স। বুধবার সকালে সামান্য ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স। এ দিন সকালে সেনসেক্স ১.৭৯ শতাংশ উঠেছিল। নিফটি উঠেছে ১৬০.৫০ পয়েন্ট।
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার প্রচুর পড়েছে বিগত ক'দিন ধরেই।
করোনাকে ‘মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া বাকি ছ’টি মহাদেশেই। ইউরোপীয়দের আমেরিকা ভ্রমণের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। গোটা বিশ্বকে ক্রমেই গ্রাস করছে মারণ ভাইরাস।
আরও পড়ুন, করোনা আতঙ্কে এক মাসের জন্য সাধারণ ভিসা বাতিলের বেনজির পদক্ষেপ ভারতের, আক্রান্ত ৭৩
/indian-express-bangla/media/post_attachments/ddf880b12be5230bedbbd7307b4b016edac5f74ccc175169a50d467bada4c09b.jpg)
করোনার প্রভাবে মার্কিন ডলারের নিরিখে টাকার দাম লাগাতার পড়লেও বুধবার কিছুটা উঠেছে টাকার দাম। ৩২ পয়সা বেড়ে মার্কিন ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৭৩.৯২৩৮।
করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃত্যু মিছিলে এগিয়ে রয়েছে ইরান এবং ইতালি। তবে অন্যান্য দেশগুলিতেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা, সে বিষয়েও সতর্ক করেছে ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৪৭।
অপরিশোধিত তেলের দামের ওপরেও করোনার প্রভাব পড়ার প্রভূত আশঙ্কা করছেন অর্থনৈতিক উপদেষ্টারা। তেলের দাম বাড়ানো নিয়ে সৌদি আরব আর রাশিয়ার মধ্যেও সমস্যার আশঙ্কা করা হচ্ছে।
Read the full story in English