Budget 2025 date and time: গত বছর লোকসভা ভোটে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রধানমন্ত্রী মোদী। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে NDA সরকার তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ফের একবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টানা অষ্টম এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশবাসী। কংগ্রেসের মন্ত্রীকে পিছনে ফেলে রেকর্ড গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী মাসের প্রথম দিনেই অর্থাৎ ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে বড়সড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্র এমনটাই মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করতে পারে কেন্দ্র। এবারের বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা অনেক বেশি। রিপোর্ট অনুসারে সরকার খরচ বৃদ্ধি এবং অর্থনীতি চাঙ্গা করতে আয়কর কমানোর কথা বিবেচনা করছে।
বর্তমানে, নতুন এবং পুরাতন উভয় কর ব্যবস্থাতেই, ১০-১৫ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ কর দিতে হয়। এমন পরিস্থিতিতে, সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার কথা বিবেচনা করতে পারে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করবেন, তাতে মধ্যবিত্ত শ্রেণীর আশা অনেক বেশি। গত দুই-তিনটি বাজেটে মধ্যবিত্তরা কোনও বড় স্বস্তি পায়নি। ২০২৫ সালের বাজেটে কর স্ল্যাবের পরিবর্তনের ফলে মধ্যবিত্তরা বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ কেবল মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবে না বরং ধীরগতির অর্থনীতিতে নতুন শক্তি জোগাবে।
বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে, সরকার বর্তমানে দুটি প্রধান বিকল্প বিবেচনা করছে। প্রথমত, ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত করা। দ্বিতীয়ত, ১৫ থেকে ২০ লক্ষ টাকা আয়ের উপর ২৫% এর নতুন কর স্ল্যাব চালু করা। বর্তমানে, ১৫ লক্ষ টাকার উপরে আয়ের উপর ৩০% কর আরোপ করা হয়। নতুন ব্যবস্থা বাস্তবায়িত হলে সরকারের ৫০,০০০ কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ঘাটতি হবে। আগামী ১ লা ফেব্রুয়ারি মোদী সরকার তার তৃতীয় মেয়াদের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তিনিই দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি টানা আটটি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলেছেন। এর আগে মোরারজি দেশাইটানা ছয়টি বাজেট পেশ করেছিলেন।
বাজেট ২০২৫ তারিখ এবং সময়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার সকাল ১১ টায় সংসদে ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।
২০২৫ সালের বাজেট কোথায় দেখতে পাবেন
২০২৫ সালের বাজেট সংসদ, দূরদর্শন এবং সংসদ টিভি চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাবে। এটি সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এক্স হ্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়াও এই লাইভ স্ট্রিমিং সংসদ টিভি এবং দূরদর্শনের ইউটিউব প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। ইতিমধ্যে, কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in-এ ডিজিট্যালি বাজেট নথিগুলি অ্যাক্সেস করা সম্ভব হবে।