New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/27/8j87R2W9cmRAMWyVZu4K.jpg)
বাড়িয়ে ঝড়ের গতিতে ছড়াচ্ছে বিরল স্নায়ু রোগ! দেশে শতাধিক GBS আক্রান্তের হদিশ, মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ Photograph: (ফাইল চিত্র)
বাড়িয়ে ঝড়ের গতিতে ছড়াচ্ছে বিরল স্নায়ু রোগ! দেশে শতাধিক GBS আক্রান্তের হদিশ, মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ Photograph: (ফাইল চিত্র)
Guillain-Barré Syndrome: দেশ জুড়ে আতঙ্ক তৈরি করেছে গুলেইন বারে সিন্ড্রোম। ইতিমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা শতাধিক পেরিয়েছে। মৃত্যু হয়েছে এক আক্রান্তের। ফলে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ।
আতঙ্ক তৈরি করে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে জিবিএস আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১৯ জন শিশুও। সম্প্রতি এই রোগে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্দেহ জিবিএসের জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। একই সময়ে, নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরো ২৮ জন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে সন্দেহজনক জিবিএসের কারণে এক রোগীর মৃত্যু হয়েছে।
গুইলেন বার সিনড্রোম একটি স্নায়বিক রোগ। বর্তমানে পুনেতে ১৬ জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে আছেন। তাদের মধ্যে ১৯ জন শিশুও রয়েছে। যাদের বয়স ৯ বছরের কম। ৫০ থেকে ৮৩ বছর বয়সী ২৩ জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।
গুইলেন-বারে সিনড্রোম বা জিবিএস একটি বিরল স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হলে পেশী দুর্বলতা, অসাড়তা এবং পক্ষাঘাত হতে পারে। অনেক ক্ষেত্রে ২-৩ সপ্তাহের মধ্যেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। তবে বহু ক্ষেত্রে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। এই রোগে আক্রান্ত হলে তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নার্ভকে আক্রমণ করে। শ্বাসকষ্ঠে ভুগতে পারেন রোগী।
এমন উপসর্গ দেখা দিলে বেশি করে গরম জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লক্ষণ দেখা গেলেই গেলে সঙ্গে সঙ্গেই চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।