Advertisment

কানাড়া ব্য়াঙ্কে 'প্রতারণা', পাঞ্জাব বাসমতি রাইসের ঘরে সিবিআই হানা

অভিযুক্ত ডিরেক্টর কুলবিন্দর সিং মখানি, যশমিত কউর ও মজিত সিং মখানির অমৃতসরের ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi, সিবিআই

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও ব্য়াঙ্ক প্রতারণার অভিযোগ সামনে এল। কানাড়া ব্য়াঙ্কে প্রায় ১৭৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে পাঞ্জাব বাসমতি রাইস লিমিটেড ও সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার পাঞ্জাব বাসমতি রাইস লিমিটেড ও সংস্থার ডিরেক্টরদের ঠিকানায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisment

আরও পড়ুন: ২০১৯-২০ অর্থবর্ষের কর সাশ্রয়ী বিনিয়োগের সময়সীমা বাড়াল কেন্দ্র

জানা গিয়েছে, পাঞ্জাব বাসমতি রাইস লিমিটেডের অফিসে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি অভিযুক্ত ডিরেক্টর কুলবিন্দর সিং মখানি, যশমিত কউর ও মজিত সিং মখানির অমৃতসরের ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: এয়ারটেলের ডেটা সেন্টার ব্য়বসায় বিনিয়োগ কার্লাইল গ্রুপের

এ প্রসঙ্গে সিবিআই-এর মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, কানাড়া ব্য়াঙ্ক ছাড়াও অন্ধ্র ব্য়াঙ্ক, ইউনিয়ন ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্য়াঙ্ক অফ কমার্স, আইডিবিআই ব্য়াঙ্ক, ইউকো ব্য়াঙ্কের সঙ্গেও প্রতারণা করেছেন অভিযুক্তরা। সবমিলিয়ে মোট ৩৫০.৮৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi
Advertisment