Advertisment

সীমান্তে সংঘাতের আবহে ভারতীয় চাল কিনল চিন

‘‘এই প্রথম চিন চাল কিনেছে। ভারতীয় ফসলের গুণগত মান যাচাই করে আগামী বছরে আরও বেশি পরিমাণ চাল কিনতে পারে বেজিং’’।

author-image
IE Bangla Web Desk
New Update
ভারতীয় চাল কিনল চিন, china buys indian rice

প্রতীকী ছবি।

সীমান্তে সংঘাতের আবহেই ভারত-চিন সম্পর্কে অন্য় মাত্রা এনে দিল চাল। গত ৩ দশকে এই প্রথমবার ভারতীয় চাল আমদানি করছে চিন, সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য়, বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত। সেইসঙ্গে চাল আমদানিতে চিন বৃহত্তম দেশ।

Advertisment

বছরে প্রায় ৪ মিলিয়ন টন চাল আমদানি করে বেজিং। কিন্তু গুণগত মানের প্রশ্ন তুলে ভারত থেকে এতদিন চাল কেনা বন্ধ রেখেছিল চিন।

আরও পড়ুন: তিন ঘণ্টার বৈঠকেও বরফ গলল না, নিজেদের দাবিতে অনড় কৃষকরা

এ প্রসঙ্গে, রাইস এক্সপোর্টার্স অ্য়াসোসিয়েশনের প্রেসিডেন্ট বিভি কৃষ্ণা রাও জানিয়েছেন, ‘‘এই প্রথম চিন চাল কিনেছে। ভারতীয় ফসলের গুণগত মান যাচাই করে আগামী বছরে আরও বেশি পরিমাণ চাল কিনতে পারে বেজিং’’।

উল্লেখ্য়, মে মাসের শুরু থেকে তেতে রয়েছে ভারত-চিন সীমান্ত। একাধিক বৈঠকের পরও রফা মেলেনি। কূটনৈতিক স্তরে আলোচনার মধ্য়েই গত ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্য়ু হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানের। চিনের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মোদী সরকার। যদিও সে বিষয়ে সরাসরি কোনও তথ্য় দেয়নি বেজিং। এরপর গত ২৯ অগাস্টের পর আবারও নতুন করে উত্তেজনা ছড়ায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। ৪৫ বছর পর সীমান্তে গুলি চালানোর খবর আসে। এই প্রেক্ষাপটে ভারত থেকে চিনের চাল কেনার পদক্ষেপ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment